shono
Advertisement
Mamata Banerjee

'কোনও ভিআইপি কালচার চলবে না', গঙ্গাসাগর মেলা নিয়ে সাফ বার্তা মমতার

নিরাপত্তায় কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন তিনি। 
Published By: Tiyasha SarkarPosted: 07:14 PM Dec 15, 2025Updated: 08:31 PM Dec 15, 2025

নব্যেন্দু হাজরা: গঙ্গাসাগর মেলায় কোনও ভিআইপি কালচার চলবে না। নবান্নের বৈঠক থেকে সাফ বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তিনি স্পষ্টভাবে বলেন, ভিআইপিদের জন্য যেন সাধারণ মানুষের কোনও সমস্যা না হয়। নিরাপত্তায় কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন তিনি। 

Advertisement

প্রতিবছর জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে সাগরদ্বীপে অনুষ্ঠিত হয় গঙ্গাসাগর মেলা। এই মেলা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তরা জড়ো হন গঙ্গাসাগরে। সংক্রান্তিতে পুণ্যস্নান সেরে ফেরেন তাঁরা। স্বাভাবিকভাবেই রাজ্যের তরফে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় মেলা প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকা। আগামী জানুয়ারির গঙ্গাসাগর মেলা নিয়ে সোমবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি সাফ বলেন, ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নিতে হবে পুলিশকে। ১২ জানুয়ারি মন্ত্রীরা পৌঁছে যাবেন মেলা প্রাঙ্গন পরিদর্শনে। এদিনের বৈঠকেই মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, কোনও ভিআইপির জন্য যেন আমজনতাকে সমস্যায় পড়তে না হয়।

জানা গিয়েছে, এবার দর্শনার্থীদের সুবিধায় মেলা চত্বরে থাকবেন সাড়ে তিন হাজার ভলান্টিয়ার। প্রত্যেক পূণ্যার্থীর হাতে থাকবে বিশেষ ব্যান্ড ও আইডি কার্ড। প্রত্যেকে ইনসিওরেন্সের আওতায় থাকবেন। যাতে কোনও রকম অসুবিধা না হয় তাই ড্রোন ক্যামেরায় চলবে নজরদারি। যাতায়াতের সুবিধার জন্য থাকবে ২৫০০ বাস, ২৫০ লঞ্চ ও ২১টি জেটি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গঙ্গাসাগর মেলায় কোনও ভিআইপি কালচার চলবে না। নবান্নের বৈঠক থেকে সাফ বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
  • তিনি স্পষ্টভাবে বলেন, ভিআইপিদের জন্য যেন সাধারণ মানুষের কোনও সমস্যা না হয়।
  • পাশাপাশি রাজ্য পুলিশের ডিজিকে জানিয়ে দিলেন, "নিরাপত্তা নিয়ে কোনও আপস করা চলবে না।"
Advertisement