shono
Advertisement

‘অমর একুশে’র মঞ্চেও CAA-NRC বিরোধী স্লোগান জ্যোতিপ্রিয়র

'আমরা এই কাঁটাতার মানি না', মন্তব্য রাজ্যের খাদ্যমন্ত্রীর। The post ‘অমর একুশে’র মঞ্চেও CAA-NRC বিরোধী স্লোগান জ্যোতিপ্রিয়র appeared first on Sangbad Pratidin.
Posted: 12:41 PM Feb 21, 2020Updated: 12:47 PM Feb 21, 2020

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ‘অমর একুশে’র মঞ্চেও এনআরসি বিরোধী স্লোগান রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মুখে। তিনি শুধু দেশের মঞ্চেই নয়, বাংলাদেশের অনুষ্ঠান মঞ্চে গিয়েও তিনি সুর চড়ালেন সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসির বিরোধিতায়। সরাসরি বললেন, ‘আমরা এই কাঁটাতার মানি না। দুই বাংলা আবার এক হবে। দুই জার্মানি যদি এক হতে পারে, দুই বাংলাও আবার এক হবে।’

Advertisement

কেন্দ্রের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রথম থেকেই সুর চড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে উত্তর থেকে দক্ষিণ, একাধিক মিছিল-সভা করেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন তিনি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মঞ্চকেই তাই সিএএ-এনআরসি বিরোধিতায় হাতিয়ার করেছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রাজ্যে সিএএ-এনআরসি নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে এদিন মঞ্চ থেকে উদ্বেগ প্রকাশ করেন তিনি। 

[আরও পড়ুন: বাংলাদেশে সাড়ম্বরে পালিত মাতৃভাষা দিবস, শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন হাসিনার]

তারপরই বাংলাদেশের অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে সে দেশের মানুষের প্রতি জ্যোতিপ্রিয়র আহ্বান, ‘আমাদের দেশে সিএএ নিয়ে একটা আইন পাশ হয়েছে। আমাদের দেশে তা নিয়ে আতঙ্ক চলছে। আমরা যাঁরা বাংলাদেশ থেকে ভারতে গিয়েছি, তাঁদের তাড়িয়ে দেবে বলছে। আপনারাও আমাদের পাশে থাকুন। আপনারা আমাদের সাথে চলুন। আমরা ওই আইন মানি না।’ দুই বাংলার ভাষা উৎসবে ছিলেন বাংলাদেশের মন্ত্রী স্বপন ভট্টাচার্য, যশোরের সাংসদ শেখ আফিলউদ্দিন, বনগাঁর পুরপ্রধান শংকর আঢ্য-সহ অন্য বিশিষ্টরা।

The post ‘অমর একুশে’র মঞ্চেও CAA-NRC বিরোধী স্লোগান জ্যোতিপ্রিয়র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement