shono
Advertisement

Breaking News

SIR

৩৪৩ জন ভোটারের নাম বাদের ষড়যন্ত্র! ৭ নম্বর ফর্ম জমা দিয়েই তমলুকে পুলিশের জালে বিজেপি নেতা

যার মধ্যে খোদ ওই বুথের বিএলও'র পরিবারের একাধিক সদস্যের নামও রয়েছে বলে অভিযোগ।
Published By: Kousik SinhaPosted: 06:25 PM Jan 20, 2026Updated: 06:26 PM Jan 20, 2026

এসআইআর করে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে বিজেপি! দীর্ঘদিন ধরে এই অভিযোগে সরব তৃণমূল। এমনকী এই ইস্যুতে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এর মধ্যেই ভুয়ো তথ্য দিয়ে ৭ নম্বর ফর্ম জমা দেওয়ার অভিযোগ গ্রেপ্তার এক বিজেপি নেতা। ধৃত ওই বিজেপি নেতার নাম অমিত মণ্ডল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তমলুকের পিতুলসাহা এলাকায়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। যদিও ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।

Advertisement

তমলুকের পদুমবসানের ২৪২ নং বুথের ৩৪৩ জনের নামে ৭ নং ফর্ম জমা করেছিলেন অমিত মণ্ডল।

অভিযোগ উঠছে, জীবিত ৩৪৩ ভোটারের নাম বাদ দিতে চেয়ে ৭ নং ফর্ম জমা দিতে চেয়েছিলেন ধৃত ওই বিজেপি নেতা।

যার মধ্যে খোদ ওই বুথের বিএলও আফফাক আলি বেগের পরিবারের একাধিক সদস্যের নামও রয়েছে বলে অভিযোগ। আফফাক আলির দাবি, জানতে পারি পরিবারের বেশ কয়েকজনের নামে ফর্ম ৭ জমা পড়েছে। তার মধ্যে রয়েছেন আমার মা শিক্ষরত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষিকা আরজুমান লায়লাও। এরপরেই বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হন ওই বিএলও। স্থানীয় থানাতেও লিখিত অভিযোগ জানানো হয়। অভিযোগের ভিত্তিতেই অমিত মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রশাসনের একাংশের দাবি, যে বুথে ৩৪৩ জনের নামে ৭ নম্বর ফর্ম জমা দিতে চেয়েছিলেন অভিযুক্ত, সেই বুথ থেকে তার বাড়ি ১২ কিলোমিটার দূরে। এরপরেও ৭ নম্বর ফর্ম কীসের ভিত্তিতে জমা দিতে চেয়েছিলেন তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধু তাই নয়, বিষয়টি প্রশাসনের তরফে খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে বলেও জানা গিয়েছে। তবে এই ঘটনায় চক্রান্তের অভিযোগে সরব স্থানীয় বিজেপি নেতৃত্ব। শুধু তাই নয়, রাজনীতি করা হচ্ছে বলেও অভিযোগ। স্থানীয় এক বিজেপি নেতা জানান, রাজনীতি করা হচ্ছে। আপত্তি জানানোর জন্য তো ৭ নম্বর ফর্ম। কিন্তু কেন গ্রেপ্তার তা পুলিশই বলতে পারবে। এই বিষয়ে আইনজীবীদের পরামর্শ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন ওই বিজেপি নেতা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement