shono
Advertisement
Bengal SIR Hearing

শুনানিতে সময়মতো পৌঁছনোর আশঙ্কায় মৃত্যু পুরুলিয়ার বৃদ্ধের, সরাসরি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে FIR ছেলের

সোমবারই পুলিশের কাছে অভিযোগ করার কথা জানায় পরিবার।
Published By: Anustup Roy BarmanPosted: 12:56 PM Dec 30, 2025Updated: 03:19 PM Dec 30, 2025

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী মঙ্গলবার সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠক করবেন তিনি। এসআইআর-এর শুনানি (Bengal SIR Hearing) চলা বেশ কয়েকটি বুথ পরিদর্শন করবেন তিনি। এই অবস্থায়, মঙ্গলবার মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement

এসআইআর শুনানিতে সময়ে পৌঁছানোর চিন্তায় প্রাণ হারান দুর্জন মাঝি। এই ঘটনায়, মঙ্গলবার, এই ঘটনায়, মুখ্য নির্বাচন কমিশনার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে মৃত দুর্জন মাঝির পরিবার। সোমবার এই ঘটনার খবর পেয়েই দুর্জনের বাড়িতে যান কিরীটি আচার্য, ব্লক তৃণমূল সভাপতি মনোজ সাহা, জেলা সভাধিপতি নিবেদিতা মাহাতো, সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়রা। তাঁরা দাবি করেন, হয়রানির উদ্দেশেই ডাকা হয় দুর্জনকে। এনিয়ে থানায় সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন বলে সোমবারই জানিয়েছিলেন তাঁরা। 

এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেছে। এই তালিকায় সোমবার যুক্ত হয়েছে দুর্জন মাঝির নাম। জানা গিয়েছে, এসআইআর শুনানিতে (Bengal SIR Hearing) সময়মতো পৌঁছতে পারবেন তো এই চিন্তায় ছিলেন দুর্জন। শুনানির চিঠি পাওয়ার পর থেকেই হতাশার পাশাপাশি এই চিন্তাও গ্রাস করেছিল পুরুলিয়ার ৮২ বছরের বৃদ্ধ দুর্জন মাঝিকে। সোমবার, শুনানির দিনে ব্লক অফিসে যাওয়ার আগে টোটো খুঁজতে বেরিয়ে আর ফেরেননি তিনি। ঘণ্টা তিনেক পর বাড়ির অদূরে রেললাইন থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। 

হতদরিদ্র পরিবার দুর্জন মাঝির। বয়স ৮২ হলেও এখনও বেশ শক্তপোক্ত ছিলেন বৃদ্ধ। এসআইআর শুরুর পর আর পাঁচজনের মতোই তিনিও এনুমারেশন ফর্ম ফিলআপ করেছিলেন। ২০০২ সালের ভোটার তালিকায় নামও ছিল। তা সত্ত্বেও ২৫ ডিসেম্বর শুনানির নোটিস আসে তাঁর কাছে।

পুরুলিয়ার আত্মহত্যা ও জ্ঞানেশের বিরুদ্ধে এফআইআর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এসআইআর-এর কারণে এত মানুষ প্রাণ হারিয়েছে। আপনারা কি বয়স্ক মানুষদের সম্মান করতে জানেন না? এমনকি গতকালও একজন ব্যক্তি আত্মহত্যা করেছেন। তার অপরাধটা কী ছিল?" এরপরেই মঙ্গলবার সরাসরি নির্বাচনী আধিকারিকদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ, এসআইআরের শুনানির আবহে অত্যন্ত গুরুত্বপূর্ন বলে মনে করছে রাজনৈতিক মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জ্ঞানেশ কুমার এবং মনোজ আগরওয়ালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
  • পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে মৃত দুর্জন মাঝির পরিবার।
  • এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেছে।
Advertisement