shono
Advertisement
Berhampore

পাচারের আগেই সাফল্য পুলিশের, বহরমপুরে বিপুল সংখ্যায় গোলাবারুদ-জালনোট উদ্ধার

ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে।
Published By: Suhrid DasPosted: 02:55 PM Nov 21, 2025Updated: 03:15 PM Nov 21, 2025

কল্যাণ চন্দ্র, বহরমপুর: পাচারের আগেই প্রচুর বন্দুক ও কার্তুজ উদ্ধার করল। এছাড়াও উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ জালনোট। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরে (Berhampore)। ঘটনায় এক মহিলা-সহ দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই অস্ত্র বিহারের মুঙ্গের থেকে পাচারের জন্য নিয়ে আসা হয়েছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের।

Advertisement

আজ, শুক্রবার সকালে গোপন সূত্রে বহরমপুর থানার পুলিশের কাছে খবর এসেছিল। এরপরই বহরমপুর স্টেডিয়াম এলাকায় অভিযান চালানো হয়। এক মহিলা ও যুবক ওই এলাকায় ঘোরাফেরা করছিলেন। তাঁদের দেখে তদন্তকারীদের সন্দেহ হয়। ওই দু'জনকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করতে অসংলগ্ন কথা বেরিয়ে আসে। এরপরই তাঁদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করতেই মিলল সাফল্য। ব্যাগ থেকে বিপুল সংখ্যায় গোলাবারুদ ও জালনোট বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে তাঁদের গ্রেপ্তার করে বমাল থানায় নিয়ে যাওয়া হয়।

ধৃতদের থেকে আটটি ৭.৬৫ মিমি পিস্তল, ১১০ রাউন্ড গুলি ও ১৬টি কার্তুজ উদ্ধার হয়েছে। এছাড়াও তাঁদের থেকে উদ্ধার হয়েছে ১০ হাজার টাকার জালনোট। ধৃত মোজ্জাম্মেল মণ্ডলের বাড়ি মুর্শিদাবাদের জলঙ্গি থানার ঘোষপাড়ায়। ধৃত মনিকা বিবির বাড়িও ওই একই এলাকায়। এদিনই ধৃতদের বহরমপুর আদালতে তোলা হয়েছে। ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজত চেয়ে তদন্তকারীরা আবেদন করেছেন বলে খবর। অভিযুক্তদের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাসপ্রিত সিং।

ওই অস্ত্রশস্ত্র বিহারের মুঙ্গের থেকে নিয়ে আসা হয়েছে বলে প্রাথমিক অনুমান। ওই অস্ত্র কোথায় পাচার হওয়ার কথা ছিল? আর কারা যুক্ত সেই চক্রের সঙ্গে? সেই প্রশ্ন উঠেছে। প্রসঙ্গত, এর আগেও মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে বেআইনি অস্ত্র, কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাচারের আগেই প্রচুর বন্দুক ও কার্তুজ উদ্ধার করল।
  • এছাড়াও উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ জালনোট।
  • চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরে।
Advertisement