shono
Advertisement

ফণী আতঙ্কের মাঝেই জামুরিয়ায় ত্রাস টর্নেডো, স্বচক্ষে ঘূর্ণাবর্ত দেখলেন এলাকাবাসী

কেমন ছিল সেই দৃশ্য, দেখুন ভিডিও৷ The post ফণী আতঙ্কের মাঝেই জামুরিয়ায় ত্রাস টর্নেডো, স্বচক্ষে ঘূর্ণাবর্ত দেখলেন এলাকাবাসী appeared first on Sangbad Pratidin.
Posted: 03:38 PM May 04, 2019Updated: 03:38 PM May 04, 2019

চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: একদিকে ফণী আতঙ্কে ভুগছিল দক্ষিণবঙ্গবাসী৷ আরেকদিকে আকাশে ঘনিয়ে আসছিল কালো মেঘে৷ চোখ রাঙাচ্ছিল পরিবেশ৷ তখনই প্রকৃতির আরও ভয়াল রূপ দেখলেন আসানসোলের জামুরিয়ার মানুষজন৷ এতদিন যে দৃশ্য তাঁরা টেলিভিশন বা সিনেমার পর্দায় দেখে এসেছেন, শুক্রবার সকালে সেটাই প্রত্যক্ষ করলেন নিজেদের এলাকায়৷ যে টর্নেডোর নাম শুনেই ভয়ে সিঁটিয়ে যান আমেরিকাবাসী, এদিন সেই ভয়ঙ্কর ঝড়েরই একটি সংক্ষিপ্ত রূপ দেখলেন জামুরিয়ার মানুষজন৷

Advertisement

[ আরও পড়ুন: ভোটের সময় আঙুলে কালি লাগানোর নিয়মে বড়সড় বদল আনল কমিশন ]

জানা গিয়েছে, এদিন বিকালে হঠাৎই আকাশে কালো মেঘের কুণ্ডলী দেখতে পান সেখানকার বাসিন্দার৷ প্রথমে তাঁরা ভেবেছিলেন ফণীর প্রভাবে আকাশে জমাট বেঁধেছে মেঘ৷ কিন্তু পরে তাঁদের ভুল ভাঙে৷ তাঁরা দেখেন, আকাশ থেকে মাটি পর্যন্ত মেঘ ও ধুলোর কুণ্ডলী পাক খেতে খেতে ধোঁয়ার মতো প্রবল গতিতে এগিয়ে আসছে টর্নেডো৷ জামুরিয়ার আকলপুল থেকে বৈজয়ন্তীপুরের দিকে অভিমুখ ছিল টর্নেডোর৷ ঘটনায় স্বভাবতই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷ এর প্রভাবে জামুরিয়াতে ক্ষতিগ্রস্ত হয় ৪০ টি বাড়ি৷ শ্রীপুর এলাকায় ৩৯টি বাড়ির চাল উড়ে যায়৷ জামুরিয়ার এবি পিট কোলিয়ারি এলাকায় আরও ১০টি বাড়ির ব্যপক ক্ষতি হয়৷ কার্যত ধূলিসাৎ হয়ে যায় এলাকার একটি দুর্গা মন্দির৷ প্রশাসনের তৎপরতায় টর্নেডোর প্রভাবে হতাহতের খবর নেই৷ আসানসোল পুরনিগমের পক্ষ থেকে একাধিক কমিউনিটি হলে স্থানান্তরিত করা হয় এলাকার মানুষদের৷ বিলি করা হয় ত্রিপল ও শুকনো খাবার৷ তবে মানুষের চোখে মুখে স্পষ্ট ছিল আতঙ্ক৷

[ আরও পড়ুন: আশঙ্কা থাকলেও প্রভাব পড়ল না ফণীর, স্বস্তিতে সু্ন্দরবনবাসী ]

এলাকার এক ব্যক্তি জানান, ‘‘একদিকে ফণীর আতঙ্ক তার সঙ্গে টর্নেডো৷ আমরা দীর্ঘদিন ধরে এই এলাকায় রয়েছি, কিন্তু এমন দৃশ্য কোনওদিন দেখিনি৷’’ অন্যদিকে, গোটা রাজ্যের মতোই ফণীর প্রভাব পড়েছে আসানসোল ও পাশ্বর্বর্তী এলাকায়৷ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি৷ আশ্রয়হীন হয়েছেন বহু মানুষ৷ তবে প্রশাসনের সজাগ দৃষ্টিতে দুর্ঘটনা অনেকটাই এড়ানো গিয়েছে বলে মত সাধারণ মানুষের৷

দেখুন ভিডিও:

The post ফণী আতঙ্কের মাঝেই জামুরিয়ায় ত্রাস টর্নেডো, স্বচক্ষে ঘূর্ণাবর্ত দেখলেন এলাকাবাসী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement