shono
Advertisement
BSF

বিজিবির হাতে গ্রেপ্তার ত্রিপুরার ৩ যুবক! অবশেষে ঘরে ফেরাল বিএসএফ

গ্রেপ্তারির খবর পেয়ে তিন যুবকের পরিবারের সদস্যরা ভেঙে পড়েন।
Published By: Paramita PaulPosted: 01:43 PM Jan 09, 2025Updated: 01:44 PM Jan 09, 2025

প্রণব সরকার, আগরতলা: বিশেষ দরকারে সীমান্তে গিয়ে বিপাকে ত্রিপুরার তিন যুবক। বিএসএফের অনুমতি নিয়ে বাংলাদেশের সীমান্তে গিয়ে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী বা বিজিবির হেনস্তার শিকার হলেন তাঁরা। অভিযোগ, বিজিবি তাঁদের তল্লাশি করে। কিছু না পেয়ে অবশেষে বিএসএফের হাতে তাঁদের তুলে দেওয়া হয়।

Advertisement

পুলিশ জানিয়েছে, তিন উপজাতি যুবক কাজের উদ্দেশ্যে বিএসএফের কাছে অনুমতি নিয়ে মধুপুর থানাদিন দেবীপুর রাজারটিলা এলাকা হয়ে  বাংলাদেশ সীমান্তে  গিয়েছিলেন। সেই সময় বাংলাদেশের বিজিবি তিন যুবককে গ্রেপ্তার করে প্রথমে চণ্ডীদার বিওপিতে নিয়ে যায়। সেখান থেকে কসবা থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময়ে ব্রাহ্মণবাড়িয়া থানায় নিয়ে গেলে তাঁদের তল্লাশি করা হয়। কিন্তু কিছু  মেলেনি। এ খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।অবশেষে বুধবার গভীর রাতে শেষপর্যন্ত কমলাসাগর মিঞা পাড়ায় বিএসএফের হাতে তুলে দেয় তাঁদের। 

এদিকে গ্রেপ্তারির খবর পেয়ে তিন যুবকের পরিবারের সদস্যরা ভেঙে পড়েন। শেষপর্যন্ত বুধবার গভীর রাতে মিঞাপাড়া বিএসএফ মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। তারপর মধুপুর থানা পুলিশ তিনজনকে পরিবারের হাতে তুলে দেয়। অবশেষে বিএসএফের ভূমিকায় খুশি তাঁদের পরিবার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিশেষ দরকারে সীমান্তে গিয়ে বিপাকে ত্রিপুরার তিন যুবক।
  • বিএসএফের অনুমতি নিয়ে বাংলাদেশের সীমান্তে গিয়ে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী বা বিজিবির হেনস্তার শিকার হলেন তাঁরা।
  • অভিযোগ, বিজিবি তাঁদের তল্লাশি করে।
Advertisement