shono
Advertisement

Bhangar Murder: সামান্য অশান্তির জেরে বউদিকে কুপিয়ে খুন! পুলিশের জালে ‘গুণধর’ দেওর

দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
Posted: 11:50 AM Dec 19, 2023Updated: 12:40 PM Dec 19, 2023

দেবব্রত মণ্ডল, ডায়মন্ড হারবার: পারিবারিক অশান্তির জের। বধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের মাধবপুর এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

Advertisement

জানা গিয়েছে, মৃতার নাম জাহানারা বিবি। ১৩ বছর আগে দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটির বাসিন্দা ওই মহিলার বিয়ে হয় ভাঙড়ের মাধবপুরের বাসিন্দা আনোয়ার আলি মোল্লার সঙ্গে। দম্পতির চার সন্তান রয়েছে। স্থানীয় সূত্রে খবর, বিদ্যুতের তার টানানোকে কেন্দ্র করে জাহানারার সঙ্গে অশান্তি হয় তাঁর দেওরের। ক্রমশ তা চরম আকার নেয়। অভিযোগ, সেই সময়ই আচমকা ধারালো অস্ত্র দিয়ে জাহানারা বিবিকে কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মহিলা।

[আরও পড়ুন: আইনজীবীকে হেনস্থা! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কটের ডাক বার অ্যাসোসিয়েশন]

তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মৃতার মায়ের দাবি, দেওর খুন করেছে তাঁর মেয়েকে। পুলিশের তরফে জানানো হয়েছে, একটি খুনের ঘটনা ঘটেছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বিদ্যুতের তার নিয়ে বচসার জেরেই খুন? নাকি নেপথ্যে অন্য রহস্য, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

[আরও পড়ুন: চিনা সার্ভারে ভুয়ো মেল আইডি খুলে জালিয়াতি, গ্রেপ্তার যুবক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার