চলন্ত বাসের স্টিয়ারিংয়ে সমস্যা! বাইকে ধাক্কা মেরে পোস্টে ধাক্কা বাসের (Bus Accident)। ঘটনাস্থলেই মৃত্যু বাইকে থাকা একই পরিবারের তিনজনের। ঘটনায় গুরুতর জখম অন্তত ১০। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। শনিবার ঘটনাটি ঘটেছে হলদিয়ার (Haldia) সুতাহাটা থানার ঘোষেরমোড় এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। যান এসডিপিও অরিন্দম অধিকারী। কীভাবে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুঁকড়াহাটিমুখী বাসটি এদিন ১০টা ৪৫ মিনিট নাগাদ দুর্ঘটনার মধ্যে পড়ে। পুলিশের প্রাথমিক অনুমান, চলন্ত বাসে স্টিয়ারিংয়ে বেশ কিছু সমস্যা হয়। যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইকে, এরপর রাস্তার পাশের একটি পোস্টে ধাক্কা মারে অভিশপ্ত বাসটি। বাইকে চালক-সহ তিনজন ছিলেন। কারোর মাথাতেই হেলমেট ছিল না বলে দাবি স্থানীয়দের। ফলে বাসের ধাক্কায় একেবারে ছিটকে পড়েন বাইকে থাকা একই পরিবারের তিনজন। জানা যায়। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। মৃত তিনজনের নাম অরূপ মণ্ডল, প্রতিমা মণ্ডল এবং সুজিতা মণ্ডল। তাঁদের বাড়ি কৃষ্ণনগর থানার সুতাহাটা এলাকায়।
ঘটনায় বাসে থাকা ১০ জন যাত্রীও গুরুতর আহত হন। ঘটনার পরেই স্থানীয় মানুষজন প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। অতিরিক্ত গতির কারণে স্টিয়ারিংয়ে সমস্যা নাকি অন্য কোনও যান্ত্রিক ত্রুটি ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
