বাংলাদেশে সরকারের পালা বদলের পর থেকে উত্তপ্ত পদ্মাপাড়ের মাটি। ভারতের বিরুদ্ধে একাধিক বিদ্বেষমূলক মন্তব্য করা হচ্ছে মাঝেমধ্যে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের শিলিগুড়ির চিকেনস নেক 'দখলে'র 'ফাঁকা আওয়াজ'ও মাঝেমধ্যে উঠছে। এবার শিলিগুড়ির মাটি থেকে বাংলাদেশকে কার্যত হুঁশিয়ারি দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বাংলাদেশের নাম না নিয়েই শাহের খোঁচা, "আপনাদের বাবার জমি নাকি?"
অন্তর্বর্তী সরকারের আমলে হিংসার আবহ বাংলাদেশে (Bangladesh)। জঙ্গি, নাশকতামূলক কার্যকলাপ চলতে পারে, ভারতের বিরুদ্ধে। সেই আশঙ্কার কথাও উঠে এসেছে সাম্প্রতিক অতীতে। ভারতের সীমান্ত এলাকায় আরও কড়া নজরদারিও রয়েছে ভারতীয় সেনাবাহিনীর। শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের অন্যতম অংশ চিকেনস নেক। ওই অংশে জঙ্গি হামলার আশঙ্কাও উঠছে। এই মুহূর্তে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের কিছুটা হলেও অবনতি হয়েছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। চিকেনস নেক (Chicken's Neck)-এ হামলা চালিয়ে ওই জায়গা দখলের 'আওয়াজ'ও দিয়েছে বাংলাদেশ। এই চিকেনস নেকের দিকে নজর রয়েছে চিনেরও। চিকেনস নেক দখলের মধ্যে দিয়ে ভারতের মূল ভূখণ্ডের থেকে উত্তর-পূর্ব অংশের 'সেভেন সিস্টার'কে আলাদা করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এবার শিলিগুড়ি থেকে অমিত শাহ (Amit Shah) বড় বার্তা দিলেন।
শিলিগুড়িতে কর্মিসভা ছিল অমিত শাহের। মঞ্চ থেকে শাহের বার্তা, চিকেনস নেক নেওয়ার হুমকির কথা শোনা যায়। ওই এলাকায় অনুপ্রবেশের অভিযোগও ওঠে। তারপরই সুর চড়িয়ে শাহ বলেন, 'আপনাদের বাবার জমি নাকি'? এই কথা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল।
শিলিগুড়িতে কর্মিসভা ছিল অমিত শাহের। মঞ্চ থেকে শাহের বার্তা, চিকেনস নেক নেওয়ার হুমকির কথা শোনা যায়। ওই এলাকায় অনুপ্রবেশের অভিযোগও ওঠে। তারপরই সুর চড়িয়ে শাহ বলেন, 'আপনাদের বাবার জমি নাকি'? এই কথা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল। বাংলাদেশকে বড় বার্তা দিলেন তিনি, এমনই মনে করছে রাজনৈতিক মহল। চিকেনস নেক অর্থাৎ 'শিলিগুড়ি করিডর'-এর অদূরে সমীক্ষা চিনের! সম্প্রতি রংপুরের কাউনিয়া উপজেলায় তিস্তা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন চিনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বাংলাদেশের উত্তর প্রান্তে অবস্থিত এই তিস্তা প্রকল্পের এলাকা। এর পূর্ব দিকে সীমান্তের এপারে শিলিগুড়ি করিডর। গোয়েন্দা সূত্রে ওই খবর মিলতে কোচবিহার ও জলপাইগুড়ি জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি আরও আঁটোসাটো করা হয়েছে।
গোয়েন্দাদের মতে, উদ্বেগের মূল কারণ, এই অঞ্চলে সমস্যা দেখা দিলে উত্তর-পূর্বাঞ্চলের প্রায় ৫ কোটি মানুষের নিরাপত্তা বিঘ্নিত হবে। চিকেনস নেক এলাকাটি নেপাল, ভুটান, বাংলাদেশ ও চিনের কাছে।
গোয়েন্দাদের মতে, উদ্বেগের মূল কারণ, এই অঞ্চলে সমস্যা দেখা দিলে উত্তর-পূর্বাঞ্চলের প্রায় ৫ কোটি মানুষের নিরাপত্তা বিঘ্নিত হবে। 'চিকেনস নেক' এলাকাটি নেপাল, ভুটান, বাংলাদেশ ও চিনের কাছে। সম্প্রতি বাংলাদেশের লালমনিরহাটে পুরনো বিমানঘাঁটি চালু করার খবর মিলেছে। সেখানেও চিনের প্রযুক্তিগত সাহায্যের অনুমতি মিলেছে। এরপরই শিলিগুড়ি করিডর ঘিরে নিরাপত্তার বলয় তৈরি করতে উত্তর দিনাজপুরের চোপড়া, অসমের ধুবড়ি এবং বিহারের কিষানগঞ্জে সামরিক ঘাঁটি তৈরি করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়াতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি বর্তমানে পরিত্যক্ত এয়ারস্ট্রিপ অর্থাৎ বিমানঘাঁটিগুলো চালু করতে তৎপর হয়েছে ভারত। আধুনিক অস্ত্রও সেনাবাহিনীর ঘাঁটিতে আনা হয়েছে। বিমানের মাধ্যমেী নজরদারি বাড়ানো হয়েছে বলে খবর। আত্মরক্ষার জন্য ঢাল করা হয়েছে এস-৪০০ ডিফেন্স সিস্টেম। রাশিয়ার কাছ থেকে কেনা সারফেস টু এয়ার মিসাইলও প্রস্তুত রাখা হয়েছে সীমান্তে।
