shono
Advertisement

সাঁইথিয়ায় বর্বরতা, গৃহবধূকে গণধর্ষণের পর যৌনাঙ্গে কাচের বোতল

মূল অভিযুক্ত আটক, নির্যাতিতা সিউড়ি সদর হাসপাতালে ভরতি। The post সাঁইথিয়ায় বর্বরতা, গৃহবধূকে গণধর্ষণের পর যৌনাঙ্গে কাচের বোতল appeared first on Sangbad Pratidin.
Posted: 11:34 AM Sep 11, 2017Updated: 06:11 AM Sep 11, 2017

নন্দন দত্ত, বীরভূম: গৃহবধূকে গণধর্ষণ। লালসা মেটার পরও থামেনি অত্যাচার। যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল কাচের বোতল। বর্বরতা বীরভূমের সাঁইথিয়ায়।আশঙ্কাজনক অবস্থা নির্যাতিতাকে সিউড়ি সদর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে। মূল অভিযুক্ত তারক ভাস্করকে আটক করেছে পুলিশ। তবে বাকি দুই অভিযুক্ত পলাতক।

Advertisement

পুলিশ সূত্রে খবর, সাইঁথিয়ার বাবাজিপাড়ার ৩ নম্বর ওয়ার্ডে স্থানীয় একটি ক্লাবের পাশে থাকতেন ওই মহিলা। তাঁর স্বামী কাশ্মীরে দিন মজুরের কাজ করেন। প্রতিবেশীরা জানিয়েছেন অভিযুক্ত যুবক তারক ভাস্কর ওই পাড়াতেই থাকতেন। তার সঙ্গে মহিলার  বিবাহ বর্হিভূত সম্পর্ক ছিল বলে কেউ কেউ জানিয়েছেন।

[শিশুদের জন্য এখন আর নিরাপদ নয় স্কুল, উদ্বিগ্ন কৈলাস সত্যার্থী]

গত শুক্রবার সাঁইথিয়া বাসস্ট্যান্ডের নিচের শিবমন্দিরে ফাঁকা জায়গায় দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন স্থানীয় বাসিন্দারা। রীতিমতো গণপ্রহার চলে দুজনের ওপর। তারপর তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ দুজনের মধ্যে আলোচনার মাধ্যমে গোটা বিষয়টির মীমাংসা করে। নির্যাতিতা মহিলার অভিযোগ রবিবার রাতে তারক ও দুই বন্ধু ওই মহিলার বাড়িতে ঢোকে। এরপর চলে অত্যাচার। গণধর্ষণের পর খুনের উদ্দেশ্যে যৌনাঙ্গে মদের ভাঙা বোতল ঢুকিয়ে দিয়ে চম্পট দেয় তারা বলে পুলিশকে জানিয়েছেন মহিলা। নির্যাতিতাকে আশঙ্কাজনক অবস্থায় সিউড়ি সদর হাসপাতালে ভরতি করা হয়েছে। তদন্তে নেমেছে সাঁইথিয়া থানার পুলিশ।

[ব্যারাকপুরে নৌ-অফিসারের রহস্যমৃত্যু, নেপথ্যে অবৈধ সম্পর্ক!]

পুলিশকে নির্যাতিতা জানিয়েছেন সেই সময় তাঁর মেয়ে পাশের বাড়িতে গিয়েছিলেন। ফিরে এসে মাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় সে। প্রতিবেশীরা খবর দিলেও, সোমবার সকালে ঘটনাস্থলে পুলিশ যায় বলে অভিযোগ মহিলার। এই ঘটনায় বেশ কিছু মিসিং লিঙ্ক পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। তাদের প্রশ্ন মহিলার মেয়ে পাশের বাড়িতে গেলেও, কোনও আওয়াজ পায়নি কেন?  অন্যদিকে, অভিযুক্তর স্ত্রী তারক ও মহিলার মধ্যে বিবাহ বহির্ভুত সম্পর্কের কথা স্বীকার করলেও, রবিবার রাতে তারকের বাড়িতে থাকার কথা জানিয়েছেন। এই বিষয়গুলি তদন্তকারীদের ভাবাচ্ছে।

[মুখ্যমন্ত্রীকে নিয়ে অশ্লীল পোস্ট, ফের বিতর্কে ‘Bankura Memes’]

প্রসঙ্গত,  চলতি বছরের ৪ জুলাই রাতে সন্দেশখালিতে এক বৃদ্ধাকে এভাবেই গণধর্ষণের শিকার হতে হয়। রাজ্যেশ্বর মাইতি নামে এক ব্যক্তি তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। তারপর ভাঙা মদের বোতল তাঁর তলপেটের নীচে ঢুকিয়ে দেওয়া হয়েছিল।

ছবি: সুশান্ত পাল

 

The post সাঁইথিয়ায় বর্বরতা, গৃহবধূকে গণধর্ষণের পর যৌনাঙ্গে কাচের বোতল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup #IPL18 toolbarvideo শোনো toolbarshorts রোববার