shono
Advertisement

‘জয় শ্রীরাম’ না বলায় মারধর, শ্লীলতাহানির অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে

উত্তেজনা গাইঘাটায়। The post ‘জয় শ্রীরাম’ না বলায় মারধর, শ্লীলতাহানির অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে appeared first on Sangbad Pratidin.
Posted: 11:55 AM May 06, 2019Updated: 12:01 PM May 06, 2019

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: ‘জয় শ্রীরাম’ না বলায় গ্রামের লোকদের মারধর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে৷ সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত গাইঘাটা থানার অন্তর্গত ফুলসারা এলাকায়৷ ঘটনা জড়িত থাকার জন্য চারজন বিজেপি কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে৷ যদিও সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে বিজেপি৷

Advertisement

[ আরও পড়ুন: বারাকপুরে আক্রান্ত অর্জুন সিং, ঘটনার রিপোর্ট তলব কমিশনের]

স্থানীয়দের অভিযোগ, সোমবার ভোট শুরু হতেই বিজেপি কর্মীরা এলাকার ভোটারদের শাসাতে থাকে৷ ১২৮ বুথের বাইরে মহিলাদের মারধর ও শ্লীলতাহানি করা হয়৷ হুমকি দেওয়া হয়৷ প্রাণনাশেরও হুঁশিয়ারি দেওয়া হয়৷ পোড়ানো হয় বাইক৷ এরপরেই এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ প্রতিবাদ করেন ভোটাররা৷ ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী৷ তাঁদের সামনেই ক্ষোভে ফেটে পড়েন ভোটাররা৷ সূত্রের খবর, ঘটনায় এখনও পর্যন্ত চারজন বিজেপি কর্মীর নামে লিখিত অভিযোগ দায়ের হয়েছে৷ কোনওক্রমে এলাকার পরিস্থিতি শান্ত করেন পুলিশের আধিকারিকরা৷ শুরু হয় ভোটগ্রহণ৷ উল্লেখ্য, এই ঘটনা মনে করিয়ে দিয়েছে কয়েকদিন আগের একটি ঘটনা৷ সেক্ষেত্রে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় রাস্তা দিয়ে যাওয়ার সময়, রাস্তার পাশ থেকে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেয় একদল যুবক৷ গাড়ি থামিয়ে তাঁদের দিকে এগিয়ে যান মুখ্যমন্ত্রী৷ সূত্রের খবর, ঘটনায় প্রথমে তিনজনকে আটকে করে পুলিশ৷ পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়৷ ঘটনার রিপোর্ট তলব করে কমিশন৷

[ আরও পড়ুন: লোকসভা ভোট LIVE: নৈহাটিতে বিক্ষোভের মুখে অর্জুন সিং, উঠল ‘গো-ব্যাক’ স্লোগান ]

অন্যদিকে, বনগাঁর বাগদা বিধানসভা কেন্দ্রের একটি বুথে মক পোলের তথ্য ডিলিট না করেই ভোট শুরু করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে৷ ফলে একবার ভোট দেওয়ার পর বাড়ি থেকে ডেকে এনে আবারও ভোট দেওয়ানো হয় ভোটারদের৷ ঘটনায় যথারীতি প্রশ্ন উঠেছে কমিশনের ভূমিকা নিয়ে৷ একজন প্রিসাইডিং অফিসার আদৌ এমন কাজ করতে পারেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ যদিও ওই অফিসারের সাফাই, তিনি প্রথমবার নির্বাচনের কাজ করছেন তাই ভুল হয়ে গিয়েছে৷      

The post ‘জয় শ্রীরাম’ না বলায় মারধর, শ্লীলতাহানির অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement