দিব্যেন্দু মজুমদার, হুগলি: সংবাদ প্রতিদিনের খবরের জের। শেষ পর্যন্ত প্ল্যাটফর্মবাসী প্রসূতি মা ও তার সদ্যোজাতর পাশে দাঁড়াল শেওড়াফুলির আরএসএস ও বিজেপির কার্যকর্তারা। একদিকে সদ্যোজাতর দুধ, নতুন পোশাক যেমন তাঁরা পৌঁছে দিয়ে আসেন। তেমনই আবার মা ও সন্তানের ভরনপোষণের দায়িত্ব নেন তাঁরা।
পাঁচদিন আগে শেওড়াফুলি ১ নং প্ল্যাটফর্মের ঠিক ওভারব্রিজের তলায় টুম্পা এক পুত্রসন্তানের জন্ম দেন। কিন্তু তারপর থেকেই ওই মহিলা ও তাঁর সন্তান ন্যূনতম চিকিৎসা পরিষেবাটুকুও পাননি। বর্তমানে ওই পাঁচ দিনের পুত্রসন্তানকে নিয়েই করোনা আতঙ্কের মধ্যেই প্ল্যাটফর্মের এক অনিশ্চিত জীবনযাপন করছেন মা। যে কোনও সময় তাদের দুই জনেরই জীবনে বিপর্যয় ঘনিয়ে আসতে পারে। ‘সংবাদ প্রতিদিন ডট ইন’-এ এই খবর প্রকাশিত হওয়ার পরই তা নজরে আসে আরএসএস ও বিজেপির কার্যকর্তাদের। রবিবার তাদের পক্ষ থেকে ওই প্রসূতির সদ্যোজাত সন্তানের দুধ ও নতুন জামা ও কিছু প্রয়োজনীয় সামগ্রী দিয়ে আসেন। একইসঙ্গে তাদের ভরণপোষণ ও সাহায্যের প্রতিশ্রুতি দেন। প্রয়োজনে তাদের ডাক্তার দেখানো ও ওষুধপত্রের ব্যবস্থা করার আশ্বাস দেন। এছাড়া তাঁরা আরপিএফ ও জিআরপি কর্তাব্যক্তিদের সাথে দেখা করে বাচ্চা ও তার মায়ের প্রতি যাতে নজর রাখা হয় তার আবেদন জানান।
[আরও পড়ুন : করোনামুক্ত এলাকা গড়ার উদ্যোগ, রাজ্যে প্রথম হুগলির কানাইপুর পঞ্চায়েতে শুরু সোয়াব টেস্ট]
এদিকে শনিবার সন্ধেয় শেওড়াফুলির যুব তৃণমূলের সদস্যরাও ওই মহিলা ও সদ্যোজাতর পাশে দাঁড়ান। শেওড়াফুলির যুব তৃণমূলের তরফে গত ৫০ দিন ধরে ওই মহিলার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। এমনকী, নগদ টাকা পয়সা দিয়েও সাহায্য করা হয়েছে।
[আরও পড়ুন : শ্রমিকদের পরিজনদের সঙ্গে নিয়ে বিক্ষোভ, রাজ্যকে চাপে ফেলতে কৌশল বঙ্গ বিজেপির]
The post প্ল্যাটফর্মেই পড়ে থাকা সদ্যোজাত ও মায়ের পাশে দাঁড়াল আরএসএস, বিজেপি appeared first on Sangbad Pratidin.
