shono
Advertisement

বুথে ঢুকে চামড়া গুটিয়ে নেওয়ার ‘হুমকি’লকেটের, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন

লকেটের মন্তব্য নিয়ে রিপোর্ট তলব করেছে কমিশন। The post বুথে ঢুকে চামড়া গুটিয়ে নেওয়ার ‘হুমকি’ লকেটের, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন appeared first on Sangbad Pratidin.
Posted: 12:26 PM May 06, 2019Updated: 03:57 PM May 06, 2019

মণিশঙ্কর চৌধুরী ও সৌম্য মুখোপাধ্যায়: ভোট শুরু হতে না হতেই উত্তপ্ত হয়ে উঠল হুগলির ধনেখালি। হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে উঠল প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ। সোমবার সকালে ধনেখালির বেশ কয়েকটি বুথে যান লকেট। বেশিরভাগ বুথেই তিনি ‘দিদিগিরি’ চালান বলে অভিযোগ। কমিশনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। লকেটের এই কাণ্ডের পর জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। 

Advertisement

ধনেখালির মল্লিকপুর মৃত্যুঞ্জয় প্রাইমারি স্কুলে ঘটে প্রথম ঘটনাটি। হুগলির তৃণমূল প্রার্থী লকেট চট্টোপাধ্যায় সোমবার সকালে গিয়েছিলে্ন এই বুথে। অভিযোগ তাঁকে দেখে এই বুথে ওঠে ‘বন্দেমাতরম’ স্লোগান। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও জয়ধ্বনি দিতে থাকেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। ঘটনায় ফুঁসে ওঠেন লকেট। তিনিও পালটা ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতে থাকেন। তাঁর সঙ্গে সুর মেলান বিজেপি কর্মীরাও। সামনে উপস্থিত তৃণমূল কর্মীকেও বলেন ‘শ্রীরাম’ ধ্বনি দিতে। ঘটনায় উত্তেজনা ছড়ায় ২১১ নম্বর বুথে। শেষে পরিস্থিতি সামাল দেয় কেন্দ্রীয় বাহিনী।

[ আরও পড়ুন: বারাকপুরে আক্রান্ত অর্জুন সিং, ঘটনার রিপোর্ট তলব কমিশনের ]

২০৮ নম্বর বুথেও লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দিদিগিরির অভিযোগ ওঠে। অভিযোগ, বুথে ঢোকার পর থেকেই রুদ্রমূর্তিতে ছিলেন হুগলির বিজেপি প্রার্থী। তৃণমূলের এক যুবককে লকেট হুমকি দেন, “মেরে চামড়া গুটিয়ে নেব।” বিজেপির অভিযোগ, এই বুথ থেকে বিজেপির এজেন্টকে বের করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তারই প্রতিবাদ করেন লকেট।

ধনেখালির আকিলপুরের ২৩০ নম্বর বুথে প্রিসাইডিং অফিসারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন লকেটে চট্টোপাধ্যায়। অভিযোগ, বুথে ঢুকে তৃণমূল এজেন্টকে বুথ থেকে বের করে দেন হুগলির বিজেপি প্রার্থী। বিজেপির অভিযোগ, ওই বুথে বিজেপি এজেন্টকে বসতে বাধা দিচ্ছিল তৃণমূল। সেই ঘটনারই প্রতিবাদ করেন লকেট। কিন্তু তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। জানা গিয়েছে, ওই বুথে তৃণমূল এজেন্টকে বের করে দেওয়ার পাশাপাশি প্রিসাউইডিং অফিসারের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন লকেট চট্টোপাধ্যায়। বচসা হয় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও। কমিশনের ভূমিকায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন হুগলির বিজেপি প্রার্থী। প্রশ্ন তোলেন কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও।

[ আরও পড়ুন: বাইকের ভিতরে আশ্রয় নিল ‘ফণী’! এলাকায় তীব্র চাঞ্চল্য ]

The post বুথে ঢুকে চামড়া গুটিয়ে নেওয়ার ‘হুমকি’ লকেটের, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement