রাজা দাস, বালুরঘাট: ফের রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী। আগামিকাল, শনিবার দক্ষিণ দিনাজপুরের নারায়ণপুরে সভা করবেন নরেন্দ্র মোদি। তাঁর আগে শুক্রবার মোদির সভা প্রসঙ্গে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করলেন কৈলাস বিজয়বর্গীয়। এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত স্থানীয় বিজেপি নেতৃত্ব। সেইসঙ্গে জয় নিয়ে চূড়ান্ত আশা প্রকাশ করেছেন কৈলাস বিজয়বর্গীয়৷ তিনি বললেন, এরাজ্যে ৪২ এর মধ্যে ৩০ টি আসন পাবে বিজেপি৷
[আরও পড়ুন: মনোনয়নে মুখোমুখি, দ্বন্দ্ব ভুলে সৌজন্য বিনিময় পার্থ-দেবলীনার]
২৩ এপ্রিল তৃতীয় দফার নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্রের ভোট। তার আগে ২০ এপ্রিল বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে বুনিয়াদপুরের নারায়ণপুরে নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই উপলক্ষে জোরকদমে চলছে সভাস্থলের প্রস্তুতি, মঞ্চ তৈরির কাজ। প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে বৃহস্পতিবার রাতেই বুনিয়াদপুরে যান বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এবং বিজেপির সর্বভারতীয় সম্পাদক অরবিন্দ মেনন। এদিন সভাস্থল পরিদর্শন করে নিরাপত্তা ও পরিকাঠামো খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশ দেন তাঁরা।
সূত্রের খবর, হেলিকপ্টার অবতরণের জন্য ইতিমধ্যেই মঞ্চের পাশের ময়দানে তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। জানা গিয়েছে, মোদির নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে মঞ্চের সামনে চারটি জোন তৈরি করা হয়েছে। সভাস্থলে বসানো হচ্ছে বেশ কয়েকটি জায়েন্ট স্ক্রিন। প্রায় চার দশক পরে কোনও দক্ষিণ দিনাজপুর আসবেন কোনও প্রধানমন্ত্রী। সেই কারণে প্রধানমন্ত্রীকে চাক্ষুষ করতে প্রবল উৎসাহী দক্ষিণ দিনাজপুরবাসী।
[আরও পড়ুন: মনোনয়ন জমা নিয়ে জটিলতা, কাঁথিতে বিজেপি প্রার্থী বদলের সম্ভাবনা]
সভাটি সফল করতে তৎপর বিজেপি নেতৃত্বও। বালুরঘাটে প্রধানমন্ত্রীর সভা প্রসঙ্গে শুক্রবার দুপুরে কর্মীদের সঙ্গে বৈঠক করেন কৈলাস বিজয়বর্গীয়। সভা প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার বলেন, নরেন্দ্র মোদির এই সভায় অন্তত ৩ লক্ষ মানুষের জমায়েত হবে। বালুরঘাট লোকসভার পাশাপাশি কয়েক হাজার মানুষ আসবেন মালদা-সহ আশেপাশের জেলাগুলি থেকে। তাই সভা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর জেলা নেতৃত্ব৷
