shono
Advertisement
BJP

তৃণমূল পার্টি অফিসেই বিজেপি নেত্রীকে ধর্ষণের অভিযোগ, 'ফাঁসানোর চেষ্টা হচ্ছে', বলছে শাসক দল

অভিযুক্ত তৃণমূল নেতা মারধরের পালটা অভিযোগ থানায় দায়ের করেছেন।
Published By: Suhrid DasPosted: 08:40 PM Mar 09, 2025Updated: 08:44 PM Mar 09, 2025

অংশুপ্রতিম পাল, খড়্গপুর: তৃণমূল পার্টি অফিসের মধ্যেই প্রাক্তন বিজেপি নেত্রীকে ধর্ষণের অভিযোগ। অভিযোগ উঠেছে খোদ তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে। রবিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের মকরামপুর অঞ্চলে। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের হয়েছে। এদিকে তৃণমূলের অঞ্চল সভাপতি তাঁকে মারধরের পালটা অভিযোগ করেছেন। সেই ঘটনায় এক বিজেপি কর্মী গ্রেপ্তার।

Advertisement

নারায়ণগঞ্জের মকরামপুর অঞ্চলেই ওই দম্পতির বাস। স্বামী-স্ত্রী দুজনেই বিজেপির স্থানীয় নেতা-নেত্রী হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের তরফে তাঁদের বিজেপি ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হত বলে অভিযোগ। চাপের মুখে তাঁরা বিজেপি ছেড়েও দেন বলে খবর। আজ রবিবার পুরনো কোনও বিবাদের মীমাংসার জন্য ওই মহিলাকে এলাকার তৃণমূল পার্টি অফিসে ডাকা হয়েছিল। সেখানে যাওয়ার পরই তৃণমূলের অঞ্চল সভাপতি লক্ষ্মীকান্ত শিট তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ। শক্তি ভুঁইয়া নামে আরও এক তৃণমূল কর্মী সেখানে উপস্থিত ছিলেন বলে অভিযোগ।

ঘটনায় ওই মহিলা অসুস্থ হয়ে পড়েন। তৃণমূলেরই কয়েকজন ওই মহিলাকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তিনি এখন ভর্তি রয়েছেন। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই মহিলার স্বামী নারায়ণগড় থানায় তৃণমূল নেতার নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিন জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বিজেপির তরফ থেকে বিক্ষোভও দেখানো হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে ঘটনা পরবর্তীকালে নতুন মোড় নিয়েছে। অভিযুক্ত তৃণমূল অঞ্চল সভাপতিও তাঁকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার পালটা লিখিত অভিযোগ থানায় দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে এক বিজেপি কর্মীকে পুলিশ গ্রেপ্তারও করেছে। ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

এই ব্যাপারে বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি রমাপ্রসাদ গিরি বলেছেন, "পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। উলটে একটি অভিযোগের ভিত্তিতে আমাদের এক কর্মীকে অন্যায়ভাবে গ্ৰেপ্তার করেছে বলে শুনেছি। আমরা হাইকোর্টে যাব। প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব।" যদিও বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছেন নারায়ণগড়ের বিধায়ক সূর্য অট্ট। তিনি বলেন, "বিজেপি লক্ষ্মীকান্ত শিটকে ফাঁসাবার লক্ষ্যে গভীর চক্রান্ত করেছে। তাঁরা জানেন, লক্ষ্মীকান্ত থাকলে বিজেপি মকরামপুরে কোনও সুবিধা করতে পারবে না। আসলে ওই মহিলা ও আরও দুজন লক্ষ্মীকান্তকে আক্রমণ করেছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তৃণমূল পার্টি অফিসের মধ্যেই প্রাক্তন বিজেপি নেত্রীকে ধর্ষণের অভিযোগ।
  • অভিযোগ উঠেছে খোদ তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে।
  • রবিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের মকরমপুর অঞ্চলে।
Advertisement