shono
Advertisement

‘২৩ মে মমতা বুঝতে পারবেন কত ধানে কত চাল’, হুঙ্কার অর্জুন সিংয়ের

নির্বাচনের ফল নিয়ে কী ভাবছেন বারাকপুরের দাবাং নেতা, দেখুন সম্পূর্ণ সাক্ষাৎকার৷ The post ‘২৩ মে মমতা বুঝতে পারবেন কত ধানে কত চাল’, হুঙ্কার অর্জুন সিংয়ের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:22 PM May 01, 2019Updated: 07:31 PM May 01, 2019

শুভময় মণ্ডল: পঞ্চম দফায় বারাকপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন৷ তার আগে প্রচার, মিটিং, মিছিলেই সময় কাটছে শাসক-বিরোধী সকলের৷ অর্জুন সিং ব্যতিক্রমী নন৷ মে দিবসের সকাল থেকে ঘুরে ঘুরে প্রচার করেন তিনি৷ বারাকপুর শিল্পাঞ্চলে বসবাসকারীদের কাছে মে দিবস শুধুমাত্র ছুটির দিন নয়৷ এর আলাদা গুরুত্বও রয়েছে৷ শ্রমিক নেতা হিসাবে উঠে আসা অর্জুন সিংয়ের কাছে আজকের দিনের অন্যরকম তাৎপর্য রয়েছে৷ এমন গুরুত্বপূর্ণ দিনে নৈহাটির গৌরীপুরের দলীয় কার্যালয় থেকে সংবাদ প্রতিদিন ডিজিটালের মুখোমুখি অর্জুন সিং৷ ২৩ মে ভোটের ফলাফল প্রকাশের পরই কত ধানে কত চাল তা বুঝতে পারবেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন দাবাং নেতা৷

Advertisement

[ আরও পড়ুন: ‘বাবা ভুলে যান, আমি পালটা ছুরি বসাতে জানি’, ফের বিস্ফোরক মুকুলপুত্র]

২০০৪ সালে শেষবার লোকসভা ভোটে লড়েন অর্জুন সিং৷ তখন অবশ্য তিনি ঘাসফুল শিবিরের সুযোগ্য সৈনিক৷ বারাকপুরের দাবাং নেতা একসময় সংগঠনকে শক্তিশালী করে তোলার কাজে ব্যস্ত ছিলেন৷ কাট টু ২০১৯৷ লোকসভা নির্বাচনের আগে দল পরিবর্তন করেন অর্জুন৷ বর্তমানে গেরুয়া শিবিরের যোদ্ধা তিনি৷ বারাকপুরে এবার লড়াই তৃণমূলের দীনেশ ত্রিবেদী বনাম বিজেপির অর্জুন সিংয়ের৷ আগামী ৬ মে পঞ্চম দফায় এই লোকসভা কেন্দ্রে ভোট৷ ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, দলবদলের জেরে নাকি কিছুটা হলেও জনপ্রিয়তা হারিয়েছেন দাবাং নেতা৷ তাই লোকসভা নির্বাচনে হয়তো অর্জুনকে ছাপিয়ে যাবেন দীনেশ ত্রিবেদী৷ তবে রাজনীতিকরা যাই বলুন না কেন জয়ের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী অর্জুন৷ প্রতিপক্ষ দীনেশ ত্রিবেদী যে কোনও ফ্যাক্টরই নন, তা এদিন কথাবার্তায় প্রকাশ করেন গেরুয়া শিবিরের সৈনিক৷ তিনি বলেন, ‘‘দীনেশ ত্রিবেদী এলাকার মানুষের জন্য কিছু করেননি৷ যোগাযোগ রাখেননি৷ রেলমন্ত্রী থাকাকালীনও কিছুই করেননি৷ প্রাপ্ত ভোটের নিরিখে দীনেশ ত্রিবেদী তিন নম্বরে থাকবেন৷’’

[ আরও পড়ুন: মাওবাদী মুক্ত দেশ গড়তে ব্যর্থ মোদি, গড়চিরৌলির হামলা নিয়ে তোপ মমতার]

সাংগঠনিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন অর্জুন সিং৷ তা সত্ত্বেও কেন দলবদল করলেন তিনি? একান্ত সাক্ষাৎকারে কারণও স্পষ্ট করলেন দাবাং নেতা৷ তিনি বলেন, ‘‘মানুষের চাহিদা ছিল বেরিয়ে আসি৷ তৃণমূলে তোলাবাজি বেড়ে গিয়েছে৷ পুলিশকে নিয়ে সরকার চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷’’ ভাটপাড়া উপনির্বাচনে এবার অর্জুনপুত্র পবন সিংকে বেছে নিয়েছে বিজেপি৷ তাঁর মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূলের মদন মিত্র৷ উপনির্বাচনে রাজনীতিতে আনকোরা পবন নাকি দুঁদে মদন, কে জিতবেন? এই প্রশ্নের উত্তরেও এদিন তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান অর্জুন সিং৷ তাঁর কথায়, ‘‘মদন মিত্রকে প্রার্থী হিসাবে বেছে নিয়েছে তৃণমূল৷ তাই এখানেই পরিষ্কার দলের কতটা খারাপ পরিস্থিতি৷’’ মদন মিত্র বহিরাগতদের নিয়ে ভোটপ্রচার করছেন বলেও দাবি তাঁর৷ লোকসভা নির্বাচন হোক কিংবা উপনির্বাচন, ২৩ মে বারাকপুরে গেরুয়া ঝড় বইবে বলেই আত্মবিশ্বাসের সুর অর্জুনের গলায়৷ 

দেখুন সম্পূর্ণ সাক্ষাৎকার:

The post ‘২৩ মে মমতা বুঝতে পারবেন কত ধানে কত চাল’, হুঙ্কার অর্জুন সিংয়ের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement