এবার এসআইআরের শুনানির নামে হয়রানির অভিযোগ বিজেপি বিধায়কের মুখে! ভাটপাড়ার বিধায়ক পবন সিং সরব হলেন তাঁর মা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের স্ত্রী ঊষা সিংকে হিয়ারিংয়ে ডাকা নিয়ে। এনিয়ে পবনের স্পষ্ট বক্তব্য, "বাবা, আমার ও দুই বোনের কোনও সমস্যা হয়নি, শুনানিতে ডাকা হয়নি। কিন্তু মাকে কেন ডাকা হল বুঝতে পারলাম না। আমি বিধায়ক, পরিবারে বাবা, ঠাকুরদা সকলেই সাংসদ, বিধায়ক ছিলেন। নমিনেশন ফিলাপের সময় সমস্ত নথি দিতে হয়েছিল। তাতে মায়ের তথ্য ছিল। তারপরেও শুনানিতে ডাকার মানে বুঝলাম না।"
প্রসঙ্গত, বাংলায় চলা এসআইআর নিয়ে মানুষের হয়রানির শেষ নেই। ইতিমধ্যেই শাসকদলের একাধিক নেতা, বিধায়কের পরিবারকে শুনানির জন্য ডাকা হয়েছে। এবার সেই তালিকায় বিজেপি বিধায়কের পরিবারও। জানা গিয়েছে, গত ৫ জানুয়ারি এসআইআরের শুনানিতে ডাকা হয়েছিল অর্জুন সিংয়ের স্ত্রী তথা ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবনের মা ঊষাদেবীকে। তিনি প্রয়োজনীয় নথি নিয়ে শুনানিতে উপস্থিত হয়েছিলেন। এই ঘটনার দিন বারো পর শনিবার শুনানির নামে হয়রানির অভিযোগ তুলে মুখ খোলেন বিজেপি বিধায়ক। যদিও এদিন সরাসরি নিবার্চন কমিশনের বিরুদ্ধে আঙ্গুল তুলতে চাননি তিনি। পবনের মতে, "আমার মায়ের মত অনেকেই এমন আছেন যাদের পরিবারের বাকিদের সব ঠিক থাকলেও শুনানির নোটিশ দেওয়া হয়েছে। এই নিয়ে নির্বাচন কমিশনকে কিছু বলবনা। তবে বিএলও, ইআরও'রা নিশ্চই এমন কিছু করেছে। না হলে কেন ডাকা হবে।"
অন্যদিকে, এসআইআরের শুনানিতে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামকে'ও ডাকা হয়েছে। এই প্রসঙ্গ টেনে বিজেপি বিধায়ককে সোমনাথের কটাক্ষ, বিজেপি গর্ত খুঁড়ে নিজেই পড়েছে। পবন সিংয়ের মাকে হিয়ারিংটা ওর কথায় যদি বিএলও, ইআরও'র দোষ হয়ে থাকে তাহলে আমার স্ত্রীকে ডাকাটা কার ভুল? যদিও তাঁর স্ত্রী সকল নথি নিয়ে শুনানিতে হাজির হবে বলেও এদিন জানিয়েছেন তিনি।
