shono
Advertisement
Nitin Nabin

নজরে নবান্ন: 'দুর্বল' কলকাতা নয়, 'সম্ভাবনাময়' বর্ধমান থেকে বাংলার টেস্ট শুরু বিজেপির নবীন সভাপতির

নবীনের পরপরই রাজ্য সফরে অমিত শাহ, ৩১ জানুয়ারি বারাসতে জনসভা হওয়ার কথা।
Published By: Sucheta SenguptaPosted: 08:14 PM Jan 24, 2026Updated: 08:14 PM Jan 24, 2026

বিজেপি সর্বভারতীয় সভাপতির পদে বসে কিছুটা হলেও কঠিন পরীক্ষার মুখে পড়তে চলেছেন নীতীন নবীন। বঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন। গেরুয়া ব্রিগেডের যা হাল, তাতে ভোট বৈতরণী পেরনো অতি কঠিন, সন্দেহ নেই। আর তা টের পেয়েই পদে বসেই নীতীন নবীন প্রথম সফর হিসেবে বেছে নিলেন বাংলাকে। তবে সাংগঠনিকভাবে 'দুর্বল' কলকাতা নয়, নবীন আসছেন 'সম্ভাবনাময়' মধ্যবঙ্গে। বর্ধমান, দুর্গাপুরে মেলার উদ্বোধন, তারপর দলীয় বৈঠক ও জনসভা। শনিবার তাঁর চূড়ান্ত সফরসূচি সম্পর্কে জানিয়েছেন বিজেপির প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিক। ২৭ জানুয়ারি দুর্গাপুরে এসে কেন্দ্রের প্রকল্পগুলির প্রচারে আয়োজিত কমল মেলার উদ্বোধন করবেন নবীন, ২৮ তারিখ সকালে পুজো দেওয়ার পাশাপাশি দফায় দফায় জেলা কমিটির সঙ্গে বৈঠক করার কথা তাঁর। দুর্গাপুরের মেলা ময়দানে জনসভাও করবেন নীতীন নবীন।

Advertisement

জানা যাচ্ছে, বিজেপির সর্বভারতীয় সভাপতির বঙ্গ সফর শুরু হচ্ছে দুর্গাপুর থেকে। দুর্গাপুর ইস্পাত নগরীর রাজীব গান্ধী স্মারক ময়দানে কমল মেলার উদ্বোধন দিয়েই নীতিন নবীনের প্রথম বঙ্গ সফর শুরু। মেলার উদ্বোধন করবেন তিনিই। শনিবার দুর্গাপুরে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক তাঁর সফরসূচি সম্পর্কে জানান। ২৭ জানুয়ারি মেলার উদ্বোধন করবেন নীতীন নবীন। ওই দিন রাতে দুর্গাপুরের এক বেসরকারি হোটেলে বিজেপির রাজ্য কোর কমিটির সঙ্গে বৈঠক করবেন তিনি।

বঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন। গেরুয়া ব্রিগেডের যা হাল, তাতে ভোট বৈতরণী পেরনো অতি কঠিন, সন্দেহ নেই। আর তা টের পেয়েই পদে বসেই নীতীন নবীন প্রথম সফর হিসেবে বেছে নিলেন বাংলাকে। তবে সাংগঠনিকভাবে 'দুর্বল' কলকাতা নয়, নবীন আসছেন 'সম্ভাবনাময়' মধ্যবঙ্গে। বর্ধমান, দুর্গাপুরে মেলার উদ্বোধন, তারপর দলীয় বৈঠক ও জনসভা।

এই হোটেল নিয়েই গত বিধানসভায় ব্যাপক সমালোচনা উঠেছিল। প্রয়াত কয়লা মাফিয়া ও বিজেপি নেতা রাজু ঝায়ের এই হোটেলই সেই সময়ে প্রায় বিজেপির পার্টি অফিসে পরিণত হয়েছিল। ২৮ জানুয়ারি সকালে ভিড়িঙ্গি কালীবাড়িতে পুজো দেওয়ার পর পূর্ব বর্ধমান কমিটির সঙ্গে বৈঠক করবেন তিনি মেলা ময়দানেই। পরে রানিগঞ্জে বৈঠক করবেন আসানসোল জেলা কার্যকর্তাদের সঙ্গে। বিধানসভা ভোটে দলের রণকৌশল নিয়েই এই বৈঠক বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

২৭ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এই কমল মেলা। উদ্বোধনে বিজেপির নব নির্বাচিত সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন ছাড়াও উপস্থিত থাকার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ছাড়াও অন্যান্য বিজেপির রাজ্য নেতৃত্ব। কমল মেলায় প্রায় ৮০ টি স্টল থাকবে। যে স্টল নেওয়ার জন্য কোনও টাকাপয়সা লাগবে না। কেন্দ্রীয় সরকারের প্রতিটি প্রকল্প সম্পর্কে মানুষকে জানানো হবে এই মেলা থেকে। 'দুর্গাপুর নাগরিক সমাজ' এর নামে বিজেপির এই কমল মেলাকে তোপ দেগেছে তৃণমূল। রাজ্যের পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারের কটাক্ষ, যারা বাংলা বোঝে না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা' বলে সম্বোধন করে তারা অবাঙালিদের নিয়ে এসে বাংলার সংস্কৃতি নিয়ে বড়াই করছেন।

এদিকে, নীতীন নবীনের পরপরই বঙ্গে আসছেন অমিত শাহ। দলীয় সূত্রে খবর, ৩০ তারিখ রাতে কলকাতায় পা রাখবেন তিনি। ৩১ তারিখ শিলিগুড়িতে তাঁর কর্মসূচি। তবে ওইদিন বারাসতেও জনসভা করার কথা শাহের। সবমিলিয়ে চলতি মাসেই দিল্লির বিজেপি নেতাদের আনাগোনা বঙ্গভোটের উত্তাপ বাড়িয়ে তুলছে।

নীতীন নবীনের পরপরই বঙ্গে আসছেন অমিত শাহ। দলীয় সূত্রে খবর, ৩০ তারিখ রাতে কলকাতায় পা রাখবেন তিনি। ৩১ তারিখ শিলিগুড়িতে তাঁর কর্মসূচি। তবে ওইদিন বারাসতেও জনসভা করার কথা শাহের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement