shono
Advertisement

WB Civic Polls 2022: পুরভোটের আগে বড় ধাক্কা, বিজেপি ছাড়লেন অর্জুন সিংয়ের ৩ ঘনিষ্ঠ আত্মীয়

পুরভোটের আগে নোয়াপাড়ায় ডামাডোল।
Posted: 02:53 PM Feb 12, 2022Updated: 03:27 PM Feb 12, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরভোটের আগে ডামাডোল। সাংসদ অর্জুন সিংয়ের (Arjun Singh) গড়ে বড়সড় ভাঙন। বিজেপি (BJP) ছাড়লেন সাংসদের ভাইপো, ভগ্নিপতি এবং ভাগ্নে। দলত্যাগের পর বিজেপির প্রার্থীপদও প্রত্যাহার করলেন তাঁরা। যার জেরে অস্বস্তিতে পদ্মশিবির। তবে কি তৃণমূলে যোগ দেবেন সদ্য দলত্যাগীরা, তা নিয়ে মাথাচাড়া দিয়েছে জোর জল্পনা।

Advertisement

বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ভগ্নিপতি সুনীল সিংয়ের রাজনৈতিক অবস্থান নিয়ে কানাঘুষো চলছিলই। বিজেপিতে বেসুরোদের সংখ্যা বাড়তে থাকায় নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিংয়ের পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা মাথাচাড়া দিয়েছিল। দিনকয়েক আগে তাঁকে নিরাপত্তাও দিতে চেয়েছিল রাজ্য সরকার। যদিও সেই সময় তিনি নিরাপত্তা ফিরিয়ে দেন বলেই শোনা যায়। আসন্ন পুরভোটে গারুলিয়ায় বিজেপি প্রার্থী ছিলেন তিনি। শনিবার প্রার্থীপদও প্রত্যাহার করেন সুনীল সিং (Sunil Singh)। 

[আরও পড়ুন: নজিরবিহীন ছবি বিধাননগরে! বুথে তৃণমূল ও বিজেপির মহিলা প্রার্থীদের মধ্যে হাতাহাতি]

একা সুনীল সিংই নন, তাঁর ছেলে আদিত্য সিংও বিজেপি ছাড়েন। অর্জুন সিংয়ের ভাইপো সৌরভের সিদ্ধান্তও একই। তিনি এবার ভাটপাড়া পুরসভায় বিধায়ক পদে নির্বাচনের টিকিটও পেয়েছিলেন। তবে শেষ মুহূর্তে প্রার্থীপদ প্রত্যাহার করেন সৌরভও। কী কারণে এই সিদ্ধান্ত তিনজনের? তাঁদের দাবি, বিজেপিতে থাকাকালীন যোগ্য সম্মান পাচ্ছেন না। আত্মসম্মান রক্ষার তাগিদেই দলবদল। তবে কি এবার তৃণমূলে যোগ দিতে চলেছেন তাঁরা, সে বিষয়ে যদিও কোনও প্রতিক্রিয়াই দেননি অর্জুন সিংয়ের আত্মীয়রা।

এদিকে, এদিন মহকুমা শাসকের দপ্তরে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর জ্যোতিপ্রিয় মল্লিক এবং বারাকপুর দমদম সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পার্থ ভৌমিকের সঙ্গে ওই তিন দলত্যাগী বিজেপি নেতার দেখা হয়। তার ফলে দলবদলের জল্পনা আরও জোরাল হয়েছে। যদিও এ বিষয়ে জ্যোতিপ্রিয় মল্লিক জানান, এখনও সুনীল সিংয়ের তৃণমূলে ফেরা নিয়ে কোনও আলোচনা হয়নি। হাইকম্যান্ডের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বারাকপুর দমদম সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পার্থ ভৌমিকের গলাতেও একই সুর। দলবদলের বিষয়ে ওই তিন প্রাক্তন বিজেপি নেতার সঙ্গে কোনও কথা হয়নি বলেই দাবি তাঁর।

[আরও পড়ুন: দেশে করোনা সংক্রমণ কমলেও মৃত্যুহারে উদ্বেগ, ফের বাড়ল প্রাণহানি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার