shono
Advertisement

ফলপ্রকাশ পর্যন্ত এরাজ্যে বাহিনী রাখার আরজি, হিংসার আশঙ্কায় কমিশনে বিজেপি

একাধিক আসনে পুনর্নির্বাচনের দাবিতে সরব গেরুয়া শিবির৷ The post ফলপ্রকাশ পর্যন্ত এরাজ্যে বাহিনী রাখার আরজি, হিংসার আশঙ্কায় কমিশনে বিজেপি appeared first on Sangbad Pratidin.
Posted: 02:26 PM May 20, 2019Updated: 02:26 PM May 20, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফলাফল ঘোষণা হলে পশ্চিমবঙ্গে বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালাতে পারে শাসকদল৷ এই আশঙ্কায় ফলপ্রকাশ পর্যন্ত এরাজ্যে কেন্দ্রীয় বাহিনী ও বিশেষ পর্যবেক্ষকদের রেখে দেওয়ার আরজি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি৷ সোমবার দিল্লিতে কমিশনের সদর দপ্তরে হাজির হয়ে একাধিক আসনে পুনর্নির্বাচনেরও দাবি জানালেন গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা৷

Advertisement

[ আরও পড়ুন: মাথায় ভেঙে পড়ল লোহার বিম, হাওড়া স্টেশনে আহত মহিলা-সহ বেশ কয়েকজন]

সূত্রের খবর, এদিন বিজেপির নেতারা কমিশনের সামনে তুলে ধরেন এরাজ্যের নির্বাচন চলাকালীন ও নির্বাচন পরবর্তী হামলার চিত্র৷ কীভাবে বিভিন্ন এলাকায় বিজেপি-সহ অন্যান্য বিরোধীদের শাসক দলের কর্মী-সমর্থকদের হিংসার মুখে পড়তে হচ্ছে, তা জানান৷ তাঁরা অভিযোগ করেন, রাজ্যের বিপুল সংখ্যক বুথে বিরোধীদের এজেন্ট বসতে দেওয়া হয়নি৷ কর্মীদের বাড়িতে হামলা চালানো হয়েছে৷ এমনকী প্রার্থীদেরও হেনস্তা করা হয়েছে৷

বিজেপি নেতারা অভিযোগ করেন, নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী না থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত৷ তাঁদের আশঙ্কা, এক্সিট পোলগুলির ইঙ্গিত যদি সত্যি হয়, তবে পশ্চিমবঙ্গে ভাল ফল করতে চলেছে বিজেপি৷ সেক্ষেত্রে রাজনৈতিক রোষ থেকে দলের কার্যকর্তাদের উপর হামলা চালাতে পারে শাসকদল৷ সেকারণেই ফলাফল ঘোষণা পর্যন্ত এরাজ্যে কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়ার আরজি জানিয়েছেন বিজেপি নেতারা৷ পাশাপাশি কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবেকেও রাজ্য থেকে সরিয়ে না দেওয়ার অনুরোধ করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর৷

[ আরও পড়ুন: ভোটার তালিকা থেকে উধাও অন্তত ১২ কোটি ভোটারের নাম! কাঠগড়ায় কমিশন ]

বিজেপি-সহ বিরোধীদের দাবি মেনে এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গের একশো শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী নিযুক্ত করেছে কমিশন৷ কিন্তু তাও বিভিন্ন সময়ে সেই বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে বিজেপি প্রার্থী ও নেতাদেরই৷ এমত পরিস্থিতিতে সোমবার কমিশনে গিয়ে রাজ্যের একাধিক আসনে গেরুয়া শিবিরের তরফে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়েছে বলে সূত্রের খবর৷ এবং এক্ষেত্রেও ইস্যু করা হয়েছে শাসকের সন্ত্রাসকেই৷

The post ফলপ্রকাশ পর্যন্ত এরাজ্যে বাহিনী রাখার আরজি, হিংসার আশঙ্কায় কমিশনে বিজেপি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement