বিক্রম রায়, কোচবিহার: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কোচবিহারের সব আসন জিতবে বিজেপি! কোচবিহারে দাবি করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কর্মীদের চাঙ্গা করতে তিনি বলেন, "কোচবিহারের মানুষ এবার পুরোটা বদলে দেবে। সব কয়টা আসনে জিতবে বিজেপি।"
লোকসভা নির্বাচনে কোচবিহারে হারের মুখ দেখেছে বিজেপি। তৃণমূলের কাছে হেরে গিয়েছেন নিশীথ প্রামাণিক। বিধানসভায় সেই জমি উদ্ধার করাই বিজেপির লক্ষ্য। অমিত শাহের কলকাতা সফরের পর সক্রিয় হয়ে ওঠা দিলীপ কার্যত সেই কথাই বললেন। চায়ের দোকানে বসে তিনি মন্তব্য করেন, "কোচবিহারে সংগ্রামের মধ্যে দিয়ে বিজেপির উথান হয়েছে। তারপরও এখানকার মানুষ আমাদের এমএলএ, এমপি দিয়েছে। পঞ্চায়েতেও জিতেছি। কোচবিহারের মানুষ গতবার কিছুটা করেছিলেন। এবারে পুরোটা পালটে দেবেন। সমস্ত এমএলও সিট আমরা জিতব।" পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, "আমি পথেই ছিলাম, পথেই আছি। কোচবিহারের কর্মীরা লড়াই করছে। আমি পাশে আছি। আজ, দেখা করতে এলাম।"
রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় সভা করছেন তিনি। শুক্রবার সভার পর শনিবার 'চায়ে পে চর্চা'য় অংশগ্রহণ করেন তিনি। কর্মীদের সঙ্গে আলোচনা করেন। তারপরই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই তিনি দাবি করেন, কোচবিহারের মানুষ এবার বিজেপির হাত আরও শক্ত করবে। জেলায় সব কয়টি আসনেই বিজেপি জিতবে।
এছাড়াও, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আইপ্যাকের অফিস ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে সরকারি আধিকারিদের যাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। দিলীপ বলেন, "পশ্চিম বাংলায় কোনও কিছুই সুরক্ষিত নেই। মুখ্যমন্ত্রী ফাইল ছিনিয়ে আনলেন। তৃণমূল নেত্রী হিসাবে গিয়েছিলেন, কিন্তু সরকারি আধিকারিকরা গিয়েছিলেন কেন।"
