shono
Advertisement

ভোটের পরও অশান্তি, কোচবিহারের সিতাইয়ে শুটআউটে জখম বিজেপি কর্মী

তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক৷ The post ভোটের পরও অশান্তি, কোচবিহারের সিতাইয়ে শুটআউটে জখম বিজেপি কর্মী appeared first on Sangbad Pratidin.
Posted: 08:54 AM May 21, 2019Updated: 01:52 PM May 21, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট পরবর্তী হিংসাকে কেন্দ্র করে গুলি চলল কোচবিহারে৷ সোমবার গভীর রাতে বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকদের সংঘর্ষে উত্তপ্ত সিতাইয়ের ব্রহ্মত্র চাতরা এলাকা৷ গুলিবিদ্ধ হয়ে জখম এক বিজেপি কর্মী৷ আহত বিজেপি কর্মীর নাম জয়দেব বর্মন। তাঁর পেটে গুলি লেগেছে। এই ঘটনায় জখম হয়েছেন আরও তিনজন৷ প্রত্যেকেই কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি৷ রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় চলছে তৃণমূল-বিজেপি অভিযোগ-পালটা অভিযোগের পালা৷ 

Advertisement

[ আরও পড়ুন: এক্সিট পোলে খুশির হাওয়া বঙ্গ বিজেপিতে, বুথভিত্তিক হিসেবনিকেশে ব্যস্ত নেতারা]

প্রথম দফাতেই কোচবিহার লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়৷ তারপর থেকে প্রায়শই উত্তপ্ত হয়ে উঠেছে এই জেলার বিভিন্ন এলাকায়৷ সোমবার রাতে বিজেপি এবং তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে সিতাইয়ের ব্রহ্মত্র চাতরা এলাকা৷ ঠিক কী হয়েছিল এদিন? গভীর রাতে আচমকাই গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা৷ ঘটনাস্থলে পৌঁছে তাঁরা দেখেন, রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে রয়েছেন জয়দেব বর্মন নামে এক ব্যক্তি৷ এছাড়াও কমবেশি জখম হয়েছেন তিন-চারজন৷ প্রত্যেকেই সক্রিয় বিজেপি কর্মী হিসাবে পরিচিত৷ জয়দেবের পেটে গুলি লাগে৷ তড়িঘড়ি প্রত্যেককেই উদ্ধার করে কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বাকি তিন-চারজনকে ছেড়ে দেওয়া হলেও জয়দেব এখনও ভরতি হাসপাতালে৷ অস্ত্রোপচারও হয়েছে তাঁর৷

[ আরও পড়ুন: টানা দু’মাস গ্রীষ্মের ছুটি চাই না, অবিলম্বে স্কুল খোলার দাবিতে ডুয়ার্সে পড়ুয়াদের মিছিল]

এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলকে দুষছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব৷ কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের অভিযোগ, সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ার মদতেই তাঁর অনুগামীরা বিজেপি কর্মীদের উপর হামলা চালিয়েছে৷ তাঁর আরও অভিযোগ, দুষ্কৃতীরা রীতিমতো একে-৪৭ রাইফেল নিয়ে এলোপাথাড়ি গুলি চালিয়েছে৷ যদিও গেরুয়া শিবিরের অভিযোগে কান দিতে নারাজ ঘাসফুল শিবির৷ পালটা এই ঘটনাকে বিজেপির অন্তর্কলহ বলেই দাবি তাঁদের৷ এই ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা৷ মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী৷

ছবি: দেবাশিস বিশ্বাস

The post ভোটের পরও অশান্তি, কোচবিহারের সিতাইয়ে শুটআউটে জখম বিজেপি কর্মী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement