shono
Advertisement

দেওয়াল দখল নিয়ে উত্তপ্ত নৈহাটি, অর্জুন অনুগামীদের সঙ্গে তৃণমূল সমর্থকদের সংঘর্ষ

পরিস্থিতি সামলাতে নামে ব়্যাফ, আতঙ্কিত এলাকাবাসী৷ The post দেওয়াল দখল নিয়ে উত্তপ্ত নৈহাটি, অর্জুন অনুগামীদের সঙ্গে তৃণমূল সমর্থকদের সংঘর্ষ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:24 PM Apr 06, 2019Updated: 04:08 PM Apr 17, 2019

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: দেওয়াল দখলকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির সংঘাত৷ তা গড়ল হাতাহাতিতে৷ পরিস্থিতি এত জটিল হয়ে যায় যে, তা সামলাতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী৷ নামানো হয় ব়্যাফ৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উত্তর চব্বিশ পরগনার নৈহাটির পালপুকুর রোডের পাওয়ার হাউস মোড়ে৷

Advertisement

[ আরও পড়ুন: মমতার মঞ্চ পাশে নিয়েই রবিবার কোচবিহারে সভা করবেন মোদি]

শনিবার দুপুর নাগাদ পাওয়ার হাউস মোড়ের ওই এলাকায় একটি বাড়িতে দেওয়াল লিখন করছিলেন বিজেপি কর্মী সমর্থকরা৷ সেই সময় ঘটনাস্থলে পৌঁছান নৈহাটি পুরসভার পুরপ্রধানের ছেলে অভিজিৎ চট্টোপাধ্যায় ও তাঁর অনুগামীরা৷ অভিযোগ, তাঁরা বিজেপি কর্মীদের দেওয়াল লিখনে বাধা দেন৷ তা নিয়ে তৃণমূল এবং বিজেপি দু’পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়৷ কিছুক্ষণের মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে তাঁরা৷ এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী গুরুতর জখম হন৷ দলীয় কর্মীদের আক্রান্ত হওয়ার খবর শুনে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং৷ নিজের ছেলে ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে ওঠা মারধরের অভিযোগ শুনে পালটা প্রতিরোধ গড়ে তুলতে ঘটনাস্থলে যান নৈহাটি পুরসভার প্রধানও৷ অর্জুন সিং এবং পুরপ্রধানের উপস্থিতিতে আবারও তৃণমূল-বিজেপি কর্মী-সমর্থকরা গন্ডগোলে জড়িয়ে পড়ে৷ নৈহাটি থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়৷ নামানো হয় ব়্যাফ৷

[ আরও পড়ুন: যশোর রোড অবরুদ্ধ করে শান্তনুর মিছিল, কমিশনে অভিযোগ তৃণমূলের]

বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, ‘‘আমরা গৃহকর্তার অনুমতি নিয়ে দেওয়াল লিখন করছিলাম৷ তা সত্ত্বেও তৃণমূলের তরফে গন্ডগোল করা হয়েছে৷’’ যদিও নৈহাটি পুরসভার প্রধান অশোক চট্টোপাধ্যায় তাঁর দাবি খারিজ করে দিয়েছেন৷ পালটা তিনি বলেন,‘‘কোনও অনুমতি ছাড়াই দেওয়াল লিখন করেছে গেরুয়া শিবির৷ বাড়ির মালিক তাতে বাধা দিতে গিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে অশান্তি হয়৷ এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই৷’’ তবে তৃণমূল নেতা যাই বলুন না কেন, বাড়ির মালিক কিন্তু বিজেপি কর্মীসমর্থকদের দেওয়াল লিখনের অনুমতি দিয়েছিলেন বলেই স্বীকার করে নিয়েছেন৷

[ আরও পড়ুন: ‘বাংলায় বিয়াল্লিশে শূন্য পাবে বিজেপি’, আলিপুরদুয়ারে হুঙ্কার মমতার]

এদিকে, শুক্রবার রাতে দমদম কেন্দ্রে শমীক ভট্টাচার্যের সমর্থনে প্রচারের সময় বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে৷ মারধর করে একজন বিজেপি কর্মীর হাত ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ৷ দু’টি পৃথক ঘটনাতেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে৷ নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার ভাবনাচিন্তা করছে গেরুয়া শিবির৷

The post দেওয়াল দখল নিয়ে উত্তপ্ত নৈহাটি, অর্জুন অনুগামীদের সঙ্গে তৃণমূল সমর্থকদের সংঘর্ষ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement