shono
Advertisement
Awas Yojana

আবাস যোজনার টাকা পেল আউশগ্রামে বিজেপির ২০ পরিবার, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ১ ব্লকের আলিগ্রামের বিজেপি কর্মী সমর্থকদের পরিবারে খুশির হাওয়া।
Published By: Sayani SenPosted: 08:46 AM Jan 04, 2025Updated: 09:14 AM Jan 04, 2025

ধীমান রায়, কাটোয়া: এ যেন উলটপুরাণ। একই গ্রামের বিজেপির ২০ পরিবার আবাস পেল। তাদের আবাস যোজনার জন্য তদ্বির করেছিলেন খোদ তৃণমূলের ধীমান রায় পঞ্চায়েত সমিতির সভাপতি। ইতিমধ্যে ওই পরিবারগুলির জন্য বাংলা আবাস যোজনার প্রথম কিস্তি বরাদ্দ হয়েছে। অ্যাকাউন্টে টাকা চলেও এসেছে। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ১ ব্লকের আলিগ্রামের বিজেপি কর্মী সমর্থক পরিবারগুলির হাতে মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছাবার্তা পৌঁছে দিয়েছেন আউশগ্রাম ১ পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চট্টোপাধ্যায়।

Advertisement

আবাস যোজনার অনুদান নিয়ে শাসকদলের বিরুদ্ধে বিরোধীরা অনিয়ম, দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলছে রাজ্যজুড়েই। কিছু কিছু ক্ষেত্রে অনিয়মও ধরা পড়েছে। তবে উলটো ছবি আলিগ্রামে। জানা গিয়েছে, আলিগ্রামে রয়েছে দুটি সংসদ। দুটি সংসদ মিলে আবাস যোজনার চূড়ান্ত তালিকায় ৫৪ জন উপভোক্তা। আবাস প্রাপকদের মধ্যে প্রায় ২০টি পরিবার রয়েছে যারা সক্রিয়ভাবে বিরোধী দল বিজেপির সঙ্গে যুক্ত। এই গ্রামেরই বাসিন্দা তাপসবাবু।

বিজেপি কর্মী আকাশ গণ বলেন, "আমরা সবাই সরকারি আবাস যোজনা পাওয়ার যোগ্য। মাটির বাড়িতে বসবাস করি। অনুদানের জন্য আমরা পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে গিয়েছিলাম। তিনি নিজে আমাদের বাড়ির পরিস্থিতি ঘুরে দেখে গিয়েছিলেন। এরপর দেখি, আমাদের দলের সমর্থক পরিবারগুলিরও তালিকায় নাম এসেছে। প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দুদিন আগে চলেও এসেছে অ্যাকাউন্টে।" বিজেপির সাংগঠনিক বর্ধমান (সদর) জেলা কমিটির সহ সভাপতি মৃত্যুজয় চন্দ্র বলেন, "সরকারি অনুদান নিয়ে কোনও রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা কাম্য নয়। আমাদের প্রধানমন্ত্রী সেটাই মেনে চলেন। আউশগ্রাম ১ পঞ্চায়েত সমিতির সভাপতিকে এজন্য সাধুবাদ জানাই। পাশাপাশি রাজ্যের শাসকদলের জন্য নেতাকর্মীদের আহবান জানাই তাঁরাও যেন এটা অনুসরণ করেন।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আবাস যোজনার টাকা পেল আউশগ্রামে বিজেপির ২০ পরিবার।
  • তাঁদের শুভেচ্ছাবার্তা পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ১ ব্লকের আলিগ্রামের বিজেপি কর্মী সমর্থকদের পরিবারে খুশির হাওয়া।
Advertisement