সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে ক্রমশ কোণঠাসা সংখ্যালঘুরা। আর বিচারের নামে প্রহসনের ধারাবাহিকতা জারি রয়েছে এখনও। জেলবন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর সঙ্গে সতীর্থদের দেখা পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না! 'ভয়েস অফ বাংলাদেশি হিন্দুস' নামের এক সংগঠনের দাবি অনুযায়ী, রবিবার চট্টগ্রামের কারাগারে ইসকনের সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ৭ জনের সন্ন্যাসী দল। তাঁদের দীর্ঘক্ষণ অপেক্ষা করানোর পর দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এর জন্য তাঁরা কাঠগড়ায় তুলেছেন দায়িত্বপ্রাপ্ত জেলরকে। নিজেদের এক্স হ্যান্ডলে এনিয়ে একের পর এক তোপ দেগেছে সংগঠনটি। অভিযোগের কথা জানেন কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস।
'ভয়েস অফ বাংলাদেশি হিন্দুস'-এর তরফে অভিযোগ, রবিবার প্রায় তিনঘণ্টা ধরে ৭ সন্ন্যাসীকে অপেক্ষা করানো হয়েছে। কিন্তু শেষে জানানো হয়, তাঁরা চিন্ময় প্রভুর সাক্ষাৎ পাবেন না। কারণ, নিয়ম অনুযায়ী শুধুমাত্র নিজের স্ত্রী, ছেলে এবং আইনজীবীর সঙ্গেই দেখা করার অনুমতি রয়েছে তাঁর। এই যুক্তিতে রবিবার ওই সন্ন্যাসী দলকে দেখা করতে দেওয়া হল না। এতক্ষণ অপেক্ষার পর খালি হাতে ফিরে আসতে হয় তাঁদের। আর তারপরই নিজেদের সোশাল মিডিয়ায় এনিয়ে ক্ষোভ উগরে দেন।
সংগঠনের এক্স হ্যান্ডলে একাধিক পোস্টে দাবি, ওই সাতজন পুলিশের অনুমতি নিয়েই জেলে গিয়েছিলেন চিন্ময় কৃষ্ণের সঙ্গে দেখা করতে। কিন্তু তা সত্ত্বেও জেল কর্তৃপক্ষের এই আচরণ কেন? তাঁদের আশঙ্কা, জেলের মধ্যে ইসকনের সন্ন্যাসীর বিরুদ্ধে বড়সড় কোনও ষড়যন্ত্র ঘটছে। হয়ত হত্যার ছক চলছে। দেশদ্রোহের মামলায় গত ২৫ নভেম্বর থেকে চট্টগ্রাম কারাগারে বন্দি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। বারবার তাঁর জামিন খারিজ করেছে চট্টগ্রামের নিম্ন আদালত। এবার আইনজীবীরা উচ্চ আদালতে আপিল করার পথে। কিন্তু তাঁদের আশঙ্কা, জেলেই কোনও অঘটন ঘটতে পারে বাংলাদেশের হিন্দু ধর্মের মুখ হয়ে ওঠা ইসকনের বন্দি সন্ন্যাসীর সঙ্গে।