টিটুন মল্লিক, বাঁকুড়া: ফের বিজেপি সাংসদ সুভাষ সরকারের (Subhas Sarkar) বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ল দলের একাংশ। পোড়ানো হল কুশপুতুল। এদিকে তার প্রতিবাদে শামিল হল বিজেপিরই আরেক গোষ্ঠী। সব মিলিয়ে বিজেপির গোষ্ঠীকোন্দলে উত্তাল হয়ে উঠল বাঁকুড়ার তালডাংরা। পুলিশের মধ্যস্থতায় আয়ত্তে আসে পরিস্থিতি।
দীর্ঘদিন ধরেই দলের কর্মীদের রোষের মুখে বিজেপি সাংসদ সুভাষ সরকার। তার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ তুলে একাধিকবার সরব হয়েছিলেন দলের একাংশই। সাংসদকে পার্টি অফিসে তালাবন্দি করে রাখার ঘটনাও ঘটেছিল। পরবর্তীতে সেই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়। তারই প্রতিবাদে এদিন বাঁকুড়ার তালডাংরার লক্ষ্মীসাগরে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীদের একাংশ। নেতৃত্বে ছিলেন সুপ্রভাত লোহার। কুশপুতুল জ্বালানো হয় সাংসদের। স্লোগান ওঠে তাঁর বিরোধিতায়।
[আরও পড়ুন: পুজোর অনুমতি মিলছে না আলিপুরদুয়ার জংশনে, তরজায় রেল-তৃণমূল]
এদিকে এর প্রতিবাদে পালটা আক্রমণ হানে বিজেপির আরেক গোষ্ঠী। দুই দলের সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তাঁদের সামনেও চলে অশান্তি। দীর্ঘক্ষণ পর আয়ত্তে আসে পরিস্থিতি। প্রসঙ্গত, কিছুদিন আগেই দুর্নীতির অভিযোগ তুলে দলের সাংসদকে পার্টি অফিসে আটকে রাখা হয়। চরমে ওঠে অশান্তি। দীর্ঘক্ষণ পর কার্যত পালিয়ে বাঁচেন সাংসদ। প্রসঙ্গত, এ বিষয়ে সাংসদের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।