সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের ময়না। বৃহস্পতিবার সকাল থেকেই ভাঙচুর চালানো হয় একাধিক বিজেপি কর্মীর বাড়িতে। বোমাবাজিও করা হয় এলাকায়। দীর্ঘক্ষণ পর পুলিশের উপস্থিতিতে আয়ত্তে আসে পরিস্থিতি। তবে এখনও থমথমে এলাকা। আতঙ্কে ঘরবন্দি স্থানীয়রা।
লোকসভা নির্বাচনের আগে থেকেই তৃণমূল-বিজেপি সংঘর্ষে বারবার উত্তপ্ত হয়ে উঠেছিল পূর্ব মেদিনীপুরের ময়না এলাকা। নির্বাচনের পরেও ছবিটা এতটুকুও বদলায়নি। রাজনৈতিক সংঘর্ষের জেরে মাঝে মধ্যেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। যার জেরে নিয়মিত এলাকায় পুলিশি টহলের ব্যবস্থাও করা হয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকাল থেকে ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ময়নার বাকচা। স্থানীয়দের অভিযোগ, এদিন সকালে আচমকা ওই এলাকার প্রায় ৬০ জন বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয় বাড়িতে। মারধর করা হয় পরিবারের সদস্যদের। এমনকী বোমাবাজিও করা হয় বলেও অভিযোগ। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সামনেও অভিযুক্তরা তাণ্ডব চালায় বলে অভিযোগ।
[আরও পড়ুন: পাঁকে ডুবল পদ্ম, আস্থা ভোটে বিজেপির হাত থেকে ভাটপাড়া পুরসভা পুনরুদ্ধার তৃণমূলের]
দীর্ঘক্ষণ পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। তবে এখনও উত্তেজনার আগুন ঢিমে আঁচে জ্বলছে এলাকায়। তবে যাতে ফের এলাকা উত্তপ্ত না হয়ে ওঠে সেই কারণে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বিজেপি কর্মীদের কথায়, “প্রায়ই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালায়। বৃহস্পতিবার ভোরে আচমকাই শাসকদলের আশ্রিত গুন্ডারা আমাদের প্রায় ৬০ জন বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করেছে। বোমাবাজিও করে তারা।” যদিও তাঁদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। তৃণমূলের পালটা অভিযোগ, শাসকদলের বিরুদ্ধে অপপ্রচার করতেই মিথ্যে অভিযোগ করছে বিজেপি কর্মীরা। এর সঙ্গে কোনওভাবেই তৃণমূলের কোনও সম্পর্ক নেই। বরং বিজেপির গোষ্ঠীকোন্দলের জেরেই এই সংঘর্ষ বলে দাবি তাঁদের।
The post ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত ময়না, বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরে কাঠগড়ায় তৃণমূল appeared first on Sangbad Pratidin.
