সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গভীর রাতে রহস্য বিস্ফোরণে কেঁপে উঠল মালদার চাঁচোলের পাহাড়পুর এলাকা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম জয় পাণ্ডে।
ঘটনার সময় ২৫ বছর বয়সি জয় বাড়ি থেকে বাইক নিয়ে বের হন। কিন্তু দশ মিটার দূরে যাওয়ার পরেই আচমকা বিস্ফোরণ ঘটে। তাতেই মারা যান ওই ব্যক্তি। এছাড়া আরও দু’জন ওই ঘটনায় আহত হয়েছেন। কিন্তু ঠিক কী কারণে বিস্ফোরণটি ঘটেছে, সেটা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। তাঁরা গোটা ব্যাপারটির তদন্ত করছে। এদিকে, বিস্ফোরণের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
এদিকে, মঙ্গলবারই মালদার একটি বাড়ি থেকে ১০০টি-রও দেশি বোমা উদ্ধার হয়েছে।
The post মালদায় বিস্ফোরণে মৃত ১, আহত একাধিক appeared first on Sangbad Pratidin.
