shono
Advertisement

Breaking News

Nandigram

নন্দীগ্রামে সমবায় সমিতির ডিরেক্টর বোর্ড তৃণমূলের দখলে

বিজেপির নির্বাচিত সদস্যরা বিজেপি ডিরেক্টর বোর্ড প্রার্থী তারাপদ খাটুয়াকে ভোট না দিয়ে, তৃণমূল কংগ্রেস প্রার্থী ভূদেব খাটুয়াকে সমর্থন জানিয়েছেন।‌
Published By: Subhankar PatraPosted: 09:03 AM Jan 12, 2025Updated: 09:03 AM Jan 12, 2025

নিজস্ব সংবাদদাতা, হলদিয়া: নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের টাকাপুরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ডিরেক্টর বোর্ড দখল করল তৃণমূল কংগ্রেস। শনিবার ছিল ১টি আসনে নির্বাচন। তাতে বিজেপির নির্বাচিত সদস্যরা বিজেপি ডিরেক্টর বোর্ড প্রার্থী তারাপদ খাটুয়াকে ভোট না দিয়ে, তৃণমূল কংগ্রেস প্রার্থী ভূদেব খাটুয়াকে সমর্থন জানিয়েছেন।‌ তৃণমূল কংগ্রেসের প্রার্থী ২৫ জন নির্বাচিত সদস্যের ভোট পেয়েছেন। অপরদিকে প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী পেয়েছেন ১৯ জন নির্বাচিত সদস্যের ভোট। সেই সুবাদে এই সমবায়ে ১২ সদস্য বিশিষ্ট ডিরেক্টর বোর্ডের তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৭। অন্যদিকে বিজেপির সদস্য সংখ্যা ৫।

Advertisement

গত‌ ১২ ডিসেম্বর ছিল এই সমবায়ে প্রতিনিধি নির্বাচন। মোট আসন ছিল ৪৪টি। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ে তৃণমূল কংগ্রেস ২২টি এবং বিজেপি পেয়েছে ২২টি আসন। সেই ফলাফলে সমবায় পরিচালন ক্ষমতা কার হাতে থাকবে ত নিয়ে প্রশ্ন ওঠে। পরবর্তীকালে সমবায়ের ডিরেক্টর বোর্ড নির্বাচনের দিকে তাকিয়ে থাকেন সমবায়ের নির্বাচিত প্রতিনিধি থেকে সদস্যরা। তার আগে পারস্পরিক সমর্থনের ভিত্তিতে ডিরেক্টর বোর্ডের ৬টি আসন দখল করে তৃণমূল কংগ্রেস। ৫টি আসন যায় বিজেপির দখলে। বাকি ১টি আসনে শনিবার ভোট হয়।

তাতেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন ভূদেব খাটুয়া এবং বিজেপির প্রার্থী ছিলেন তারাপদ খাটুয়া। ডিরেক্টর বোর্ডের ভোটার ছিলেন দুপক্ষের ৪৪ জন নির্বাচিত প্রতিনিধি। ভোটের গণনায় দেখা যায়, তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছেন ২৫টি ভোট এবং বিজেপি প্রার্থী পেয়েছেন ১৯টি ভোট। সেই সুবাদে ১২ সদস্য বিশিষ্ট ডিরেক্টর বোর্ডের ৭টি আসন তৃণমূল কংগ্রেসের দখলে এবং ৫টি আসন বিজেপি দখলে গিয়েছে। স্থানীয় ব্যাঙ্ক প্রতিনিধি এই ডিরেক্টর বোর্ডের সরকার মনোনীত প্রতিনিধি হিসাবে শাসকদলের পক্ষেই রয়েছেন। সেই হিসাবে ডিরেক্টর বোর্ডে তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা হবে ৮।

বিজেপির স্থানীয় নেতা তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রলয় পাল জানিয়েছেন, "আমাদের কিছু নির্বাচিত প্রতিনিধি চালাকি করেছেন। সে কারণে বাড়তি সুবিধা পেয়ে গেল তৃণমূল। আগামী দিনে নিশ্চয়ই আমরা এর জবাব দিতে পারব।" অন্যদিকে, স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা, তথা আইএনটিটিইউসি-র নন্দীগ্রাম ২ নম্বর ব্লক সভাপতি মিজানুর শাহ জানিয়েছেন, "বিজেপির সদস‌্যরা বিজেপিকে চাইছেন না, এই সমবায় পরিচালনার ক্ষেত্রে।তাঁরা আমাদের প্রার্থীকে ভোট দিয়েছেন। বিজেপির প্রতি মোহভঙ্গ ঘটেছে। এই ভোট সেটাই প্রমাণ করেছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের টাকাপুরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ডিরেক্টর বোর্ড দখল করল তৃণমূল কংগ্রেস।
  • শনিবার ছিল ১টি আসনে নির্বাচন। তাতে বিজেপির নির্বাচিত সদস্যরা বিজেপি ডিরেক্টর বোর্ড প্রার্থী তারাপদ খাটুয়াকে ভোট না দিয়ে, তৃণমূল কংগ্রেস প্রার্থী ভূদেব খাটুয়াকে সমর্থন জানিয়েছেন।‌
  • তৃণমূল কংগ্রেসের প্রার্থী ২৫ জন নির্বাচিত সদস্যের ভোট পেয়েছেন। অপরদিকে প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী পেয়েছেন ১৯ জন নির্বাচিত সদস্যের ভোট।
Advertisement