shono
Advertisement
Basanti

ভালো হয়নি ইংরাজি পরীক্ষা, বাসন্তীতে অবসাদে 'আত্মঘাতী' মাধ্যমিক পরীক্ষার্থী

ঘটনায় হতবাক পাড়া-প্রতিবেশীরা।
Published By: Suhrid DasPosted: 12:10 PM Feb 12, 2025Updated: 12:39 PM Feb 12, 2025

দেবব্রত মণ্ডল, বারুইপুর: ইংরাজি পরীক্ষা খারাপ হওয়ায় মুষড়ে পড়েছিল মাধ্যমিক পরীক্ষার্থী। মঙ্গলবার বাড়ি আসার পর থেকে কারও সঙ্গে তেমন কথাও বলেনি সে। পরে বিষ খেয়ে 'আত্মঘাতী' হয় ওই ছাত্রী। মৃতের নাম রুমা নস্কর (১৪)। এমনই দাবি পরিবারের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর পঞ্চায়েতের সজিনাতলা এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রুমা নস্কর বাসন্তী সেন্ট টেরিজা গার্লস হাইস্কুলের এবারের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। তার পরীক্ষার সিট পড়েছিল সোনাখালি উচ্চমাধ্যমিক হাইস্কুলে। সোমবার বাংলা পরীক্ষা তার ভালো হয়েছিল। গতকাল মঙ্গলবার ছিল ইংরাজি পরীক্ষা। সেই পরীক্ষা ভালো হয়নি বলে পরে জানা যায়। বাড়িতে এসে মানসিক অবসাদে ভুগছিল রুমা। বাড়ি ফিরে পরিবারের লোকদের সঙ্গে তেমন কোনও কথাও বলেনি বলে খবর। এই নিয়ে পরিবারের সদস্যরাও তাকে কিছু বলেননি। 

রাতের দিকে হঠাৎ করেই রুমার শারীরিক অবস্থার অবনতি হয়। তখনই জানা যায় রুমা বিষ খেয়েছে। বাড়িতেই ইদুর মারার বিষ ছিল। সকলের অলক্ষ্যে বিকেলে সেই বিষ খেয়েছিল ওই ছাত্রী। রাতে সেই কথা জানার পরেই দ্রুত তাকে নিয়ে বাসন্তী ব্লক হাসপাতালে যান পরিবারের সদস্যরা। প্রাথমিক চিকিৎসা সেখানেই হয়। যদিও ওই মাধ্যমিক পরীক্ষার্থী শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার সকালে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। সেখানে যাওয়ার পথেই মারা যায় ওই পরীক্ষার্থী। ঘটনায় পরিবারের লোকেরা ভেঙে পড়েছেন। ছাত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায়। এই দুঃসংবাদে স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও হতবাক। পড়াশোনায় ওই ছাত্রী ভালো ছিল বলেই খবর। বাসন্তী থানার পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।  

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পরীক্ষা খারাপ হওয়ায় মুষড়ে পড়েছিল মাধ্যমিক পরীক্ষার্থী।
  • মঙ্গলবার বাড়ি আসার পর থেকে কারোর সঙ্গে তেমন কথাও বলেনি।
  • পরে বিষ খেয়ে 'আত্মঘাতী' ওই ছাত্রী।
Advertisement