দেবব্রত মণ্ডল, ক্যানিং: শুক্রবার সন্ধে থেকে নিখোঁজ ছিলেন এক যুবক। শনিবার সকালে উদ্ধার হল তাঁর রক্তাক্ত, ক্ষতবিক্ষত মৃতদেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের হাটপুকুরিয়া পঞ্চায়েতের ভলেয়া গ্রামে। মৃতের নাম সাকিরুল মোল্লা(২৭)। জমি সংক্রান্ত বিষয়ে এক প্রতিবেশীর সঙ্গে তাঁর বিবাদ চলছিল বলে অভিযোগ। ওই প্রতিবেশীই তাঁকে 'খুন' করেছেন বলে মৃতের পরিবারের তরফে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, হাটপুকুরিয়ার ভলেয়া গ্রামের যুবক সাকিরুল মোল্লার সঙ্গে জমি সংক্রান্ত বিষয়ে দেড় লক্ষ টাকা লেনদেনের ব্যাপার ছিল প্রতিবেশী মিয়া মণ্ডলের। জমি ও টাকাপয়সা লেনদেন নিয়ে দু'জনের বিবাদও চলছিল বলে অভিযোগ। মৃতের ভাইয়ের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় সাকিরুল মোল্লা নিখোঁজ হয়ে যান। রাতে বিভিন্ন জায়গায় খোঁজ করা হলেও তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি। আজ শনিবার সকালে বাড়ির অদূরে ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তাঁর হাতে-পায়ে একাধিক ক্ষত ছিল বলে অভিযোগ। মৃতের পরিবারের অভিযোগ, সাকিরুলকে অপহরণ করে 'খুন' করা হয়েছে। টাকার জন্য মিয়া মণ্ডল, মিজানুর মণ্ডল ও মোসিউর মণ্ডল এই কাজ করেছে বলে অভিযোগ।
দেহ উদ্ধারের পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার কথা জেনে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে যায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক বলে খবর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।