সুমিত বিশ্বাস পুরুলিয়া: হোটেলের ঘর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়া (Purulia) শহরে। পুরুলিয়ার বি টি সরকার রোডের একটি হোটেল ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আত্মঘাতী হয়েছেন ওই যুবক।
প্রাথমিকভাবে জানা গিয়েছে মৃতের নাম জয়ন্ত রায়। তিনি কলকাতার সল্টলেকের করুণাময়ী এলাকার বাসিন্দা। পুরুলিয়ার ঝালদা এলাকায় তিনি কোনও কাজে গিয়েছিলেন বলে জানা গিয়েছে।
[আরও পড়ুন: বাংলায় ঘূর্ণিঝড় ‘মোকা’র পরোক্ষ প্রভাব পড়লেও কমবে না গরম, কবে বৃষ্টি দক্ষিণবঙ্গে?]
গত ৭ এপ্রিল রাতে ওই ব্যক্তি পুরুলিয়া শহরে বি টি সরকার রোড এলাকার ওই হোটেলে ওঠেন। মঙ্গলবার থেকে হোটেলের রুম বন্ধ থাকায় সন্দেহ হয় হোটেলের কর্মীদের। খবর দেওয়া হয় পুলিশকে। বুধবার ঘটনাস্থলে পুরুলিয়া সদর থানার পুলিশ গিয়ে হোটেলের ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।
[আরও পড়ুন: নির্ধারিত সময়ের আগেই শিশুজন্মে প্রথম সারিতে ভারত, রাষ্ট্রসংঘের রিপোর্টে উদ্বেগ]
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটি আত্মহত্যা। তবে এটি আত্মহত্যার ঘটনা নাকি এর নেপথ্যে অন্য কোনও রহস্য আছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
