সোমনাথ পাল, বনগাঁ: সাদা পোশাকের পুলিশের পাতা ফাঁদে ধরা পড়ল সাত মহিলা ছিনতাইবাজ। তাও আবার চুরির জিনিস সমেত, হাতেনাতে। এদের মধ্যে একজনের বয়স নিতান্তই অল্প। ধৃতদের নাম আনা, ডলি, রুবি, আরতি, চাঁদনি, পূজা ও আরজি কল। রবিবার রাতে বনগাঁ শহর থেকে তাদের পাকড়াও করা হয়। উলটো রথের মেলায় দল বেঁধে ছিল তারা। সেখান থেকেই পুলিশ তাদের গ্রেপ্তার করে।
[ হাফিজুল মোল্লা খুনের মামলায় জামিন আরাবুল ইসলামের ]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক সপ্তাহ আগে ওই একই স্থানে সোজা রথের মেলায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। মেলায় ছিনতাইবাজদের খপ্পরে পড়ে সোনার হার, সোনার দুল তো বটেই, অনেক মহিলা আবার পার্সটিও খোয়ান। ওই ঘটনায় পুলিশে অভিযোগও করেন আক্রান্তরা। অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে বনগাঁ থানার পুলিশ। ওই ছিনতাইবাজদের খোঁজ শুরু করে তারা। গোপনে খবরও মেলে। খবরের ভিত্তিতে ওই ছিনতাইবাজদের হাতেনাতে ধরতে সাদা পোশাকের বাহিনী তৈরি করে বনগাঁ থানার পুলিশ। রথের মেলায় ভিড়ে মিশে যান বেশ কয়েকজন পুলিশকর্মী।
পুলিশের ভাবনা বিফলে যায়নি। রবিবার সন্ধ্যা নামতেই জমতে শুরু করে মেলা। সাদা পোশাকের পুলিশকর্মীরাও সুযোগ বুঝে একেবারে পাকাপাকি অবস্থান নেন মেলার ভিড়ে। সময় মতো বনগাঁ শহরের প্রাণকেন্দ্র বাটার মোড় এলাকা থেকে একে একে ওই সাতজন মহিলা ছিনতাইবাজকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের সঙ্গে চার জন কোলের শিশু উদ্ধার হওয়ার পাশাপাশি ধৃতদের কাছ থেকে ছিনতাই করা সোনার অলংকার, মানি পার্টস উদ্ধার করে পুলিশ। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে, ধৃতরা পশ্চিম বর্ধমানের জামুরিয়া থানা এলাকার বাসিন্দা। বেশ কয়েক বছর ধরেই ধৃতরা রাজ্যের বিভিন্ন এলাকার মেলায় গিয়ে এই ছিনতাই কাজ চালাত। পরে সবাই এক জায়গায় জড়ো হয়ে গোপন ডেরায় তা ভাগ বাটোয়ারা করত নিজেদের মধ্যে।
সোমবার ধৃতদের বনগাঁ মহাকুমা আদালতে তোলা হয়। ওই মহিলাদের মধ্যে কয়েকজনের সন্তান রয়েছে। তাদের চাইল্ডলাইনে নিয়ে যাওয়া হয়েছে।
[ পণের টাকা না পেয়ে স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর ]
The post রথের মেলায় চুরি, সাত মহিলা ছিনতাইবাজকে গ্রেপ্তার বনগাঁ পুলিশের appeared first on Sangbad Pratidin.
