shono
Advertisement
Jalpaiguri

প্রকাশ্য রাস্তায় 'ঘুষ', জলপাইগুড়িতে কয়েক ঘণ্টার মধ্যে বরখাস্ত সিভিক ভলান্টিয়ার, ক্লোজ এএসআই

কয়েক ঘণ্টার মধ্যে পুলিশের এই দ্রুত পদক্ষেপে খুশি সাধারণ মানুষ।
Published By: Suhrid DasPosted: 08:30 PM May 17, 2025Updated: 08:30 PM May 17, 2025

শান্তনু কর, জলপাইগুড়ি: সকালে সিভিক ভলান্টিয়ারের 'ঘুষ' নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল। বিকেলের মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসনিক মহল থেকে অ্যাকশন নেওয়া হল। ওই অভিযুক্তকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হল। ওই ট্রাফিক পয়েন্টের দায়িত্বে থাকা এএসআইকেও পুলিশ লাইনে ক্লোজ করল জলপাইগুড়ি জেলা পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যে পুলিশের এই দ্রুত পদক্ষেপে খুশি সাধারণ মানুষ।

Advertisement

জানা গিয়েছে, শনিবার সকাল থেকে জলপাইগুড়ি পোস্ট অফিস মোড় ট্রাফিক পয়েন্টের একটি দৃশ্য সমাজ মাধ্যমে ভাইরাল হয়। ছবিতে দেখা যায় কানু রায় নামে ট্রাফিক পুলিশে কর্তব্যরত ওই সিভিক ভলেন্টিয়ার এক বাইকআরোহীর কাছ থেকে তিন হাজার টাকা 'ঘুষ' নিচ্ছেন। শুধু তাই নয়, একশো টাকার নোটগুলি ট্রাফিক পয়েন্টের কিয়স্কের ভেতর গুণেও দেখছেন ওই অভিযুক্ত। ওই ভিডিও ভাইরাল হতেই চর্চা শুরু হয়। নেটিজেনরা একাধিক মন্তব্যও করতে থাকেন। সেই ঘটনা প্রশাসনিক মহলেও জানাজানি হয়। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করতে দেরি করেনি জলপাইগুড়ি জেলা পুলিশ।

বিকেলের মধ্যে নির্দেশ দেওয়া হয়, ওই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার কানু রায়কে অব্যাহতি দেওয়া হয়েছে। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপথ জানিয়েছেন, অভিযুক্ত সিভিক ভলান্টিয়াকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে৷ অন্যদিকে ট্রাফিক পোস্টে থাকা পুলিশ অফিসারকে ক্লোজ করে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। পুলিশের বিরুদ্ধে জেলার বিভিন্ন জায়গাতেই রাস্তাতে গাড়ি থামিয়ে টাকা চাওয়ার অভিযোগ ওঠে। এবার তেমনই একটি ঘটনায় দ্রুত পদক্ষেপ দেখা গেল। এমনই জানাচ্ছেন নেটিজেনদের একাংশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সকালে সিভিক ভলান্টিয়ারের 'ঘুষ' নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল।
  • বিকেলের মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসনিক মহল থেকে অ্যাকশন নেওয়া হল।
  • ওই ট্রাফিক পয়েন্টের দায়িত্বে থাকা এএসআইকেও পুলিশ লাইনে ক্লোজ করল জলপাইগুড়ি জেলা পুলিশ।
Advertisement