shono
Advertisement
Sitalkuchi

ডাম্পার উঠতেই অঘটন, শীতলকুচিতে নদীর উপর ভেঙে পড়ল বাম আমলে তৈরি সেতু!

বাম আমলে তৈরি হয়েছিল সেতু। পণ্যবাহী লরি-সহ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেটি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলকুচিতে। ঘটনাটিতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সেতুটি দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ হয়নি বলে স্থানীয়দের অভিযোগ।
Published By: Suhrid DasPosted: 02:15 PM Jan 30, 2026Updated: 03:05 PM Jan 30, 2026

পণ্যবাহী লরি-সহ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলকুচিতে (Sitalkuchi)। ঘটনাটিতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সেতুটি দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। ঘটনার পর পুলিশ-প্রশাসনের কর্তারা সেখানে পৌঁছন। ভেঙে পড়া সেতুর অংশ থেকে লরিটি উদ্ধারের কাজ শুরু হয়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শীতলকুচি (Sitalkuchi) ব্লকের বারোমাশিয়া দেবনাথপাড়া ওই সেতু রয়েছে। দেবনাথপাড়ার নতুন বাজার থেকে বারোমাশিয়া যাওয়ার গ্রামীণ সড়কে ওই সেতুটি যোগাযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। নিচ দিয়ে বয়ে গিয়েছে একটি নদী। এদিন সকালে একটি ডাম্পার ওই সেতুর উপর দিয়ে যাচ্ছিল। সেসময়ই সেতুর একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বিকট আওয়াজ শুনে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা। দেখা যায়, সেতুর একটা অংশ নদীর উপর ভেঙে আটকে রয়েছে। ভাঙা সেতুর উপর আটকে রয়েছে ওই ডাম্পার।

খবর দেওয়া হয় পুলিশ-প্রশাসনে। ঘটনায় কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ওই ডাম্পারের চালককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। জানা গিয়েছে, বাম আমলে ২৫ থেকে ৩০ বছর আগে ওই সেতু তৈরি হয়েছিল। অভিযোগ, সেতুটিতে রক্ষণাবেক্ষণের অভাব ছিল। এদিকে এই সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল করত। দুর্ঘটনার আশঙ্কায় প্রমাদ গুণতেন স্থানীয়রা। এদিন সেই দুর্ঘটনাই হল। আরও বড় দুর্ঘটনা হতে পারত বলে আশঙ্কা স্থানীয়দের। সামনেই মাধ্যমিক পরীক্ষা। ফলে দ্রুত নদীর উপর বিকল্প সেতু বা চলাচলের রাস্তা না হলে সমস্যা দেখা দেবে। অনেক ঘুরে যাতায়াত করতে হবে পরীক্ষার্থী ও স্থানীয়দের। এবিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণও করা হয়েছে। শুধু তাই নয়, সেতু দ্রুত সংস্কার করে সেটির উপর ভারী যানবাহন চলাচলের উপর কড়া নিয়ন্ত্রণের দাবিও তোলা হয়েছে।

তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। আইন ভেঙে ভারী যানবাহন সেতুর উপর দিয়ে যাতায়াত করে বলে অভিযোগ। আইন ভাঙলে প্রশাসনের পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement