shono
Advertisement

Breaking News

Sunderban

প্রবল ঝড়ের মাঝে সুন্দরবনে নৌকোডুবি, ১৫ ঘণ্টা পরও হদিশ নেই দুই ভাইয়ের

কান্নায় ভেঙে পড়েছেন নিখোঁজদের পরিবারের সদস্যরা।
Published By: Tiyasha SarkarPosted: 12:37 PM Apr 29, 2025Updated: 12:37 PM Apr 29, 2025

দেবব্রত মণ্ডল, বারুইপুর: সোমবার সন্ধ্যার ঝড়ে সুন্দবনের মাতলা নদীতে নৌকাডুবি। তারপর ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও হদিশ নেই দুই ভাইয়ের। তাঁদের খোঁজে নদীবক্ষে ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি। শেষ পাওয়া খবর অনুযায়ী, নৌকোটির অবস্থান বুঝতে পেরেছেন বিপর্যয় মোকাবিলা টিম। কান্নায় ভেঙে পড়েছেন নিখোঁজদের পরিবারের সদস্যরা।

Advertisement

হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে সোমবার রাতে রাজ্যজুড়ে শুরু হয়েছিল ঝড়বৃষ্টি। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হয়েছে। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় এমভি সারদা নামের নৌকোয় পর্যটকদের নিয়ে সোনাখালি গিয়েছিলেন দুইভাই। যাত্রীদের নামিয়ে ফেরার পথে শুরু হয় প্রবল ঝড়। অমাবস্যায় ভরা কোটাল থাকায় বিপদ বাড়ে। পুরন্দরের কাছে তিনটি নদীর সংযোগ স্থল হওয়ায় স্রোত ছিল প্রবল। সেখানেই উলটে যায় নৌকোটি। তলিয়ে যান দুই যুবক। খবর পেয়ে রাতেই তাঁদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান। কিন্তু তাতে লাভ হয়নি।

মঙ্গলবার সকাল থেকে ফের শুরু হয়েছে উদ্ধারকাজ। নদীবক্ষে চিরুনিতল্লাশি চালাচ্ছেন ডুবুরিরা। ইতিমধ্যেই নৌকোটির অবস্থান বুঝতে পেরেছেন বিপর্যয় মোকাবিলা টিম। অন্য লঞ্চের সাহায্য সেটিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। তবে হদিশ নেই জয়ন্ত নস্কর ও তাঁর ভাইয়ের। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোমবার সন্ধ্যার ঝড়ে সুন্দবনের মাতলা নদীতে নৌকাডুবি। তারপর ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও হদিশ মেলেনি দুই ভাইয়ের।
  • তাঁদের খোঁজে নদীবক্ষে ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি।
  • শেষ পাওয়া খবর অনুযায়ী, নৌকোটির অবস্থান বুঝতে পেরেছেন বিপর্যয় মোকাবিলা টিম। কান্নায় ভেঙে পড়েছেন নিখোঁজদের পরিবারের সদস্যরা।
Advertisement