অরূপ বসাক, মালবাজার: সামনেই বিধানসভা নির্বাচন। উত্তপ্ত হতে শুরু করেছে রাজ্যের আবহাওয়া। এর মাঝেই রাজ্যে জন্ম নিল নতুন রাজনৈতিক দল। লক্ষ্য তরাই ও ডুয়ার্সে দশটি বিধানসভা আসনে জয়। এই দশ আসনে জয়ের টার্গেট নিয়ে শুক্রবার মালবাজার শহরের বুকে জন্ম হল এই নতুন রাজনৈতিক দলের। নতুন এই রাজনৈতিক দল বদলে দিতে পারে আগামী দিনের ডুয়ার্সের রাজনৈতিক সমীকরণ। এমনটাই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।
মালবাজার শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ভবনে শুক্রবার বিকেলে 'তরাই ডুয়ার্স জনশক্তি ফ্রন্ট' নামের এক রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছে। আনুষ্ঠানিকভাবে ওই ভবনের উদ্বোধন করেন অজয় এডওয়ার্ড। সেখানে উপস্থিত ছিলেন ডুয়ার্সের বিশিষ্ট আদিবাসী নেতা রাজেশ লাকরা, ডা: জয়প্রফুল্ল লাকরা, চন্দন লোহারা-সহ অন্যান্যরা।
নতুন দলের নতুন ভবনের উদ্বোধন করে অজয় এডওয়ার্ড বলেন, 'পাহাড়, তরাই ও চা বাগান ভালো নেই। মাত্র ২২০ টাকা দৈনিক মজুরি কিম্বা ৫ ডেসিমেল জমিতে আমরা সন্তুষ্ট নই। আমরা চাই বেঁচে থাকার অধিকার। চাই ন্যূনতম মজুরি।' ডুয়ার্স ও তরাইয়ে ইতিমধ্যেই বড় রাজনৈতিক দল রয়েছে। এই অবস্থায় নতুন দল কিভাবে তাদের মোকাবিলা করবে সেই প্রসঙ্গে এডওয়ার্ড বলেন, 'দার্জিলিঙে একই রকম ঘটেছিল। আমাদের মাত্র তিন মাসের পার্টি রাজনৈতিকভাবে মোকাবিলা করেছিল পুরভোটে। ফলাফল ঘোষিত হওয়ার পরে দেখা গেল ২২টি আসনের মধ্যে বিজেপি শুন্য, তৃণমূল কংগ্রেস দুই এবং আমরা ১৮টি আসন পেয়েছি।' তরাই ও ডুয়ার্সে ক'টি আসন পেতে লড়াইয়ে নামবেন সেই প্রশ্নের উত্তরে এডওয়ার্ড বলেন, "আমাদের টার্গেট দশটি আসন"।
এদিন নতুন রাজনৈতিক দলের জন্মকে কেন্দ্র করে মালবাজার বাস স্ট্যান্ড এলাকায় যথেষ্ট জনসমাগম হয়। শহরে এসে বাসস্ট্যান্ড সংলগ্ন পার্কে নেপালি ভাষার আদি কবি ভানু ভক্ত এবং স্বাধীনতা সংগ্রামী বিরসা মুণ্ডার মূর্তিতে মাল্যদান করেন এডওয়ার্ড-সহ অন্যান্যরা। নতুন এই রাজনৈতিক দলের কর্মকাণ্ড কি হবে, তা নিয়ে চর্চা শুরু হয়েছে সাধারণ মানুষের মধ্যে। আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে নতুন এই রাজনৈতিক শক্তি কিভাবে লড়াই করে, সেদিকে নজর রাজনৈতিক মহলের।
