shono
Advertisement
BSF

'অপারেশন সিঁদুরে'র পর অনুপ্রবেশ রুখতে বাংলাদেশ সীমান্তে সতর্কতা, কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ

ইন্দো-নেপাল বর্ডারেও বেড়েছে এসএসবির নজরদারি।
Published By: Subhankar PatraPosted: 07:50 PM May 07, 2025Updated: 08:06 PM May 07, 2025

সংবাদ প্রতিদিন ব্যুরো: অবশেষে প্রত্যাঘাত! পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলা নিয়েছে ভারত! ঘটনার ১৫ দিনের মাথায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তান ও পাক অধিকৃত পাকিস্তানে থাকা জঙ্গিঘাঁটি। ৯টি জঙ্গিঘাঁটি মাটির সঙ্গে মিলিয়ে দিয়েছে ভারতীয় সেনার  ক্ষেপণাস্ত্র। এই স্ট্রাইকের পর উত্তরবঙ্গের বাংলাদেশ সীমান্তগুলিতে অনুপ্রবেশ রুখতে সতর্ক বিএসএফ। আগে থেকেই বাড়ানো হয়েছে নিরাপত্তা। বেড়েছে জওয়ানদের সংখ্যাও। ইন্দো-নেপাল বর্ডারেও বেড়েছে এসএসবির নজরদারি। চিকেনস নেক এলকায় সর্তক বাহিনী।

Advertisement

উত্তরবঙ্গজুড়ে ৯৩৬ কিলোমিটার জুড়ে রয়েছে সীমান্ত এলাকা। বাংলাদেশ-সহ চিন, নেপাল, ভুটানের সঙ্গে সীমান্ত ভাগ করে ভারত। প্রত্যাঘাতের আগে থেকেই এই পুরো এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। ইন্দো-নেপাল সীমান্তে পানিট্যাঙ্কি এলাকায় এসএসবি নজরদারি চালায়। স্বাভাবিকভাবেই বাড়ানো হয়েছে সেই অঞ্চলের নিরাপত্তা। কোচবিহারে ১৫৭ কিলোমিটার এলাকাজুড়ে রয়েছে বাংলাদেশ সীমান্ত। প্রায় ৪০ কিলোমিটার এলাকায় কাঁটাতার নেই। প্রতিটি এলাকায় দ্বিগুণ করা হয়েছে নজরদারি। বেড়েছে সেনা জওয়ানের সংখ্যা। জলপাইগুড়ির ফুলবাড়ি সীমান্তে কড়া নজরদারি রয়েছে বিএসএফের।

নজরদারি বাড়ানো হয়েছে উত্তর দিনাজপুরেও। এই জেলার মোট ২২৭ কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে। চোপড়া ব্লকের লক্ষ্মীপুর,ঘির্নিগাঁও এবং দাসপাড়া ও হাফতিয়াগজ পঞ্চায়েত এলাকায় সীমান্ত রয়েছে। গোয়ালপোখর ১ ব্লকের সাহাপুর-১ পঞ্চায়েতে রয়েছে শ্রীপুর সীমান্ত এবং ফুলবাড়ি বিওপি। করণদিঘি ব্লকের এবং রায়গঞ্জ ব্লকের সীমান্ত রয়েছে। এছাড়াও এই সীমান্তগুলিতে বিএসএফের কড়া নজরদারি দেখা গিয়েছে। ফাকা এলাকাগুলিতে জওয়ানদের দেখা গিয়েছে।

সীমান্তে হাজার হাজার ভারতীয়দের বাসভূমি। সীমান্তের কাঁটাতারের ওপারে ভারতীয় ভুখণ্ডে কমপক্ষে ত্রিশ হাজার বিঘা কৃষিজমি রয়েছে। এ পারে সীমান্তবর্তী এলাকায় বসবাস কারীরা রোজ সীমান্ত গেট দিয়ে ওপারের জমিতে গিয়ে চাষাবাদ করেন। সেক্ষেত্রেও কড়াকড়ি করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পাকিস্তানের এই আবহে বাংলাদেশ সীমান্তেও কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। উত্তেজনার আবহে বাংলাদেশের সীমান্তেও কোনও নজরদারি বাড়ানো হয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অবশেষে প্রত্যাঘাত! পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলা নিয়েছে ভারত!
  • ঘটনার ১৫ দিনের মাথায় গুড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তান ও পাক অধিকৃত পাকিস্তানে থাকা জঙ্গিঘাঁটি।
  • ৯টি জঙ্গিঘাঁটি মাটির সঙ্গে মিলিয়ে দিয়েছে ভারতীয় সেনার  ক্ষেপণাস্ত্র। এই স্ট্রাইকের পর উত্তরবঙ্গের বাংলাদেশ সীমান্তগুলিতে সতর্ক বিএসএফ।
Advertisement