shono
Advertisement

দামি জুতোর বদলে ছেঁড়া এক পাটি! অনলাইন শপিংয়ে প্রতারণার শিকার গ্রাহক

ঘটনার জেরে ডেলিভারি বয়কে দীর্ঘক্ষণ আটকে রাখার অভিযোগ৷ The post দামি জুতোর বদলে ছেঁড়া এক পাটি! অনলাইন শপিংয়ে প্রতারণার শিকার গ্রাহক appeared first on Sangbad Pratidin.
Posted: 08:11 PM Jul 06, 2019Updated: 09:48 PM Jul 06, 2019

চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: নাকের বদলে নরুন! জনপ্রিয় অনলাইন শপিং সাইটে নতুন জুতোর কিনতে চেয়ে হাতে পেলেন ছেঁড়া জুতো, তাও আবার একপাটি৷ সঙ্গে একটি জলের বোতলও৷ পার্সেলটি দেখে আসানসোলের জামুড়িয়ার নিউ কলোনির বাসিন্দা পীযূষকান্তি মণ্ডলের তো চক্ষুচড়কগাছ৷ তারপর আছড়ে পড়ল ক্ষোভ৷ ডেলিভারি বয়কে ঘন্টা খানেক ধরে আটকে রাখলেন তিনি৷

Advertisement

[আরও পড়ুন: মূক ও বধির ছাত্রীকে লাগাতার ধর্ষণ, অপরাধ ঢাকতে নির্যাতিতাকে অপহরণ]

জানা গিয়েছে, পীযূষকান্তি মণ্ডল গত ২৮ জুন অনলাইন শপিং সাইটে একটি জুতোর অর্ডার দিয়েছিলেন। যার দাম ৩৯ হাজার টাকা৷ শনিবার ডেলিভারি বয় ওই সংস্থার মোড়কে অর্ডার করা জুতোটি দিয়ে যায়৷ ডেলিভারি বয়ের সামনেই তিনি প্যাকেটটি খোলেন৷ কিন্তু জুতোর বাক্স খুলতেই তিনি দেখেন, নতুন জুতোর পরিবর্তে একটি ছেঁড়া জুতো আরেকটি পুরনো, খালি বড় কোল্ড ড্রিংকসের বোতল রয়েছে। তা দেখে প্রথমে তিনি হতবাক হয়ে যান৷ এতগুলো টাকার জুতোর বদলে এই জিনিস দেখে খেপে যান৷ কেন এমনটা হল, তার জবাব চান ডেলিভারি বয়ের থেকে৷ ওই যুবক তার কুরিয়ার এজেন্সিকে ফোনে বিষয়টি জানালে, অনলাইন সংস্থা প্যাকেট-সহ জুতোর ছবি তুলে ফেরত নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। সেটা ফেরত নিয়ে যাওয়া হয়৷

কিন্তু ডেলিভারি বয়ের অভিযোগ, ভুল জিনিস পৌঁছেছে, এই অজুহাতে তাঁকে দীর্ঘক্ষণ ধরে আটকে রেখেছিলেন গ্রাহক পীযূষকান্তি মণ্ডল৷ অনেক পরে তিনি গ্রাহককে বোঝাতে সমর্থ হন যে তিনি ওই অনলাইন সংস্থার কর্মী নন৷ প্যাকেটে কী আছে, তার দায় তাঁর নয়৷ তিনি কুরিয়ার এজেন্সির ডেলিভারির কাজে যুক্ত। এসব শোনার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়৷

[আরও পড়ুন: পরিবারের নিষেধাজ্ঞা উড়িয়ে প্রেমিকের সঙ্গে মেলামেশা, সম্মান রক্ষার্থে খুন নাবালিকা]

পীযূষ মণ্ডলের কথায়, ‘ক্যাশ অন ডেলিভারি অপশন থাকায় বড় প্রতারণার হাত থেকে বাঁচলাম। অনলাইনে পেমেন্ট হয়ে গেলে হয়তো টাকাই ফেরত পেতাম না।’ এই ঘটনার পরে এলাকার বাসিন্দারা ওই জনপ্রিয় অনলাইন শপিং সাইটটির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

The post দামি জুতোর বদলে ছেঁড়া এক পাটি! অনলাইন শপিংয়ে প্রতারণার শিকার গ্রাহক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement