shono
Advertisement
C V Ananda Bose

সাতসকালে জনসংযোগে 'জলতরঙ্গে' রাজ্যপাল, হাওড়ার গ্রামে খেলেন চা-চপ

রাজ্যপালকে কাছে পেয়ে আপ্লুত স্থানীয়রা।
Published By: Tiyasha SarkarPosted: 10:25 AM Nov 21, 2025Updated: 01:38 PM Nov 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক যেন বাড়ির লোক! 'জলতরঙ্গ' কর্মসূচিতে আমজনতার সঙ্গে মিশে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। জলপথে হাওড়ার গ্রামে পৌঁছে টোটোয় ঘুরলেন এলাকায়। কথা বললেন আমজনতার সঙ্গে। এলাকার দোকানে খেলেন চা-চপ। রাজ্যপালকে এভাবে কাছে পেয়ে আপ্লুত স্থানীয়রা।

Advertisement

বিভিন্ন সময়ে অশান্তির খবরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আমজনতার পাশে থেকেছেন। তবে কোনও কোনওদিন আবার স্রেফ বাজারেও ঘুরতেও দেখা গিয়েছে তাঁকে। উদ্দেশ্য একটাই, মানুষকে বোঝা, তাঁদের সমস্যা কাছ থেকে জানা। সম্প্রতি জলতরঙ্গ কর্মসূচির কথা প্রকাশ্যে আসে। জানা যায়, জলপথে বাংলার গঙ্গার পার্শ্ববর্তী গ্রামগুলোতে ঘুরবেন রাজ্যপাল। কথা বলবেন বাসিন্দাদের সঙ্গে। 

সেই কর্মসূচিতেই এদিন বাবুঘাট থেকে জলপথে হাওড়া যান রাজ্যপাল। সেখান থেকে টোটোয় পৌঁছে যান ছোট্ট গ্রাম নাজিরগঞ্জে। কথা বলেন সেখানকার বাসিন্দাদের সঙ্গে। শোনেন তাঁদের সমস্যা, আশ্বাস দেন সমাধানের। এদিন গ্রামের ছোট্ট দোকানে চা ও চপ খান রাজ্যপাল বোস। পুজো দেন এলাকার একটি মন্দিরে।  জানা গিয়েছে, নাজিরগঞ্জের পর এদিন সাঁকরাইল ও বজবজ যাবেন রাজ্যপাল। রাজ্যপালকে এভাবে কাছে পেয়ে আপ্লুত স্থানীয়রা। যাবতীয় সমস্যার সমাধান বলেই আশাবাদী তাঁরা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঠিক যেন বাড়ির লোক! 'জলতরঙ্গ' কর্মসূচিতে আমজনতার সঙ্গে মিশে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
  • জলপথে হাওড়ার গ্রামে পৌঁছে টোটোয় ঘুরলেন এলাকায়। কথা বললেন আমজনতার সঙ্গে।
  • এলাকার দোকানে খেলেন চা-চপ। রাজ্যপালকে এভাবে কাছে পেয়ে আপ্লুত স্থানীয়রা।
Advertisement