শংকরকুমার রায়, রায়গঞ্জ: কালিয়াগঞ্জে (Kaliaganj) ছাত্রীমৃত্যুর ঘটনায় রাজনৈতিক পারদ চড়ার পাশাপাশি এবার প্রশাসনিক সংঘাতও উঠল তুঙ্গে। জেলাশাসকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে একযোগে দিল্লিতে নালিশের পথে জাতীয় শিশু সুরক্ষা কমিশন (NCPCR) এবং এসটি কমিশন। রবিবার কালিয়াগঞ্জে গিয়েছেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো। তিনি ঘটনার ময়নাতদন্ত ও মেডিক্যাল রিপোর্ট চেয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করলেও প্রশাসনের তরফে কেউ তাঁর সঙ্গে দেখা করেননি বলে অভিযোগ তুলে ক্ষুব্ধ তিনি। তাঁর দাবি, জেলাশাসকের (DM) বিরুদ্ধে সিভিল সার্ভিস আইন লঙ্ঘন করেছেন। তাঁর বিরুদ্ধে দিল্লি গিয়ে তিনি নালিশ করবেন।
কেন্দ্রীয় প্রতিনিধিরা রাজ্যের কোথাও পরিদর্শনে গেলে প্রোটোকল অনুযায়ী রাজ্যের তরফে কোনও প্রতিনিধির থাকার কথা। কিন্তু রবিবার কালিয়াগঞ্জ গেলে জাতীয় শিশু সুরক্ষা কমিশন বা এসটি কমিশনের (ST Commission) প্রতিনিধিরা গেলে জেলা প্রশাসনের কেউ তাঁদের সঙ্গে দেখা পর্যন্ত করেননি বলে অভিযোগ। এতে সুর আরও চড়িয়েছেন এসটি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার। তিনি বলেন, ”প্রোটোকল অনুযায়ী আমাদের রিসিভ করার কথা এসপি, ডিএমদের। কিন্তু তাঁরা কেউ নেই কেন? দিল্লি ফিরে এ বিষয়ে জেলাশাসককে সমন পাঠানো হবে।” আর প্রিয়াঙ্ক কানুনগো রীতিমতো হুঁশিয়ারির সুরে জানিয়েছেন, ”জেলাশাসকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ তো নেবই। মুখ্যসচিবকে আমি জানিয়েছি, দিল্লি ফিরে জেলাশাসককে নিয়ে নালিশ জানাব।”
[আরও পডুন: একদিনে প্রণামী পড়ল ‘মোটে’ ২.৮৫ কোটি, গরিব হচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী মন্দির!]
শুধু জেলা প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতা নয়, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন। প্রিয়াঙ্ক কানুনগোর অভিযোগ, পরিবারের কোনও অভিযোগই পুলিশ নেয়নি। এমনকী আইন মেনে গোপন জবানবন্দিও নেওয়া হয়নি। তার আগেই আত্মহত্যার কথা বলা হচ্ছে। কীভাবে নিরপেক্ষ তদন্ত হবে? এমনকী এ রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রীও সেই কথাই বলছেন। তাঁর এসব মন্তব্যের তীব্র নিন্দা করছি।”
[আরও পডুন: ‘নাগরিকত্ব প্রত্যাহার করেও আমাকে দমানো যাবে না’, সুর চড়াচ্ছেন ‘মোদি বিরোধী’ অভিনেতা]
এদিকে, প্রিয়াঙ্কর অভিযোগের পালটা দিয়েছেন রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায়। তিনি জানান, ”কারা এসেছেন জানি না। আমাকে কেউ কিছু জানায়নি, ফোনও আসেনি কোনও।” অভিযোগ, পালটা অভিযোগের মাঝে জেলাশাসক অরবিন্দ কুমার মিনাকে নিয়ে দিল্লির দরবারে নালিশের বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একটা বড় অংশ।