সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিআইডি দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ধরা পড়ল মিতা মণ্ডলের শাশুড়ি ও দেওর৷ জানা গিয়েছে, সোমবার গভীর রাতেই মিতার শাশুড়ি কল্পনা মণ্ডল ও দেওর রাহুল মণ্ডলকে গ্রেফতার করেন গোয়েন্দারা৷
নবমীর রাতে উলুবেড়িয়ার ২৩ বছরের গৃহবধূর হত্যার অভিযোগে পুলিশ আগেই গ্রেফতার করেছে তাঁর স্বামী রাণা মণ্ডল ও শ্বশুর দ্বিজেন্দ্রনাথ মণ্ডলকে৷ সিআইডি সূত্রে খবর, রাণাকে ইতিমধ্যেই জেরা করেছেন গোয়েন্দারা৷ তবে তার উত্তরে সন্তুষ্ট নন তাঁরা৷ জেরার মুখে রাণা স্বীকার করেছে, মৃত্যুর আগে মিতার সঙ্গে তার বচসা হয়েছিল৷ তবে স্ত্রীকে খুনের কথা অস্বীকার করেছে সে৷ রাণার দাবি, তার বাড়ি আসার আগেই মিতার মৃত্যু হয়েছে৷ তবে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে জানা গিয়েছে, রাণার বাড়ি ঢোকার পরই মিতার মৃত্যু হয়েছে৷
যদি গলায় ফাঁসের কারণেই যাদবপুরের প্রাক্তন ছাত্রীর মৃত্যু হয়ে থাকে, তাহলে তাঁর গায়ে এত আঘাতের চিহ্ন কেন? কেনই বা তাঁকে হাসপাতালে নিয়ে যেতে এত দেরি হল? সেই প্রশ্নের উত্তরও রাণা দিতে পারেনি৷ শোনা গিয়েছে, মিতার শাশুড়ি ও দেওরের গ্রেফতারির পর এবার চার জনকে একসঙ্গে বসিয়ে জেরা করতে পারে সিআইডি৷
সোমবারই মেয়ের মৃত্যুর বিচার চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন মিতা বাবা-মা৷ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী৷ তিনি জানিয়েছিলেন, দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে এবং আইনি প্রক্রিয়ার পুরো খরচ রাজ্য সরকারই বহন করবে৷ মিতার পরিবারের একজন সদস্যকে দেওয়া হবে সরকারি চাকরি৷ মিতার বিয়ের সময় ৭০ হাজার টাকা দেনা করেছিলেন মিতার বাবা৷ সেই টাকাও রাজ্য সরকারের পক্ষ থেকে শোধ করে দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী৷
The post মিতা মণ্ডল হত্যাকাণ্ডে গ্রেফতার শাশুড়ি ও দেওর appeared first on Sangbad Pratidin.
