shono
Advertisement

চণ্ডীপুরে শুভেন্দুর ‘কনভয়ে’ যুবকের মৃত্যুতে তদন্তভার নিল CID

এদিকে, রবিবার মৃতের পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেয় তৃণমূল।
Posted: 03:54 PM May 07, 2023Updated: 03:57 PM May 07, 2023

সৈকত মাইতি, তমলুক: চণ্ডীপুরে শুভেন্দু অধিকারীর ‘কনভয়ে’ থাকা গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যুর ঘটনার তদন্তভার নিল সিআইডি। শনিবারই ঘটনাস্থল পরিদর্শন করে ফরেন্সিক টিম। এদিকে, রবিবার মৃতের পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেয় তৃণমূল।

Advertisement

গত বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ চণ্ডীপুরের কাছে শুভেন্দুর কনভয়ে থাকা গাড়ির ধাক্কায় শেখ ইসরাফিল নামে এক যুবকের মৃত্যু হয়। শুক্রবার সকালে ওই গাড়ির চালক আনন্দ পাণ্ডাকে গ্রেপ্তার করা হয়। শনিবারই জামিনে মুক্তি পান তিনি। এই ঘটনার প্রতিবাদে প্রথম থেকেই সরব তৃণমূল। মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন, চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী, তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য, বীরবাহা হাঁসদা, সায়ন্তিকা ভট্টাচার্য, তন্ময় ঘোষ, জয়া দত্ত, সুদীপ রাহা-সহ অন্যান্য প্রতিনিধিরা। নিহতের পরিবারকে সমবেদনা জানান তাঁরা। আশ্বাস মতো ৫ লক্ষ টাকার চেক নিহতের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

[আরও পড়ুন: বিয়ে করে ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু নবদম্পতির]

এই ঘটনায় শুভেন্দুর গ্রেপ্তারির দাবিতে সরব তৃণমূল। একই দাবি জানান নিহতের পরিবারের লোকজনও। যদিও বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের দাবি, শুভেন্দুর কনভয়ে থাকা গাড়ির ধাক্কাতেই যে ইসরাফিলের মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত নয়। মৃত্যু নিয়ে অযথা রাজনীতি করা হচ্ছে বলেই মনে করছেন বিজেপি নেতা। এই ঘটনায় গাড়িচালক ছাড়া আরও কেউ গ্রেপ্তার হয়নি। তদন্তভার নিয়ে বিষয়টি খতিয়ে দেখছে সিআইডি।

[আরও পড়ুন: DA আন্দোলনে বিজেপির সঙ্গে মঞ্চ ভাগ কংগ্রেসের, শৃঙ্খলারক্ষা কমিটির রোষে মান্নান-অসিত-কৌস্তভ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার