সৈকত মাইতি, তমলুক: চণ্ডীপুরে শুভেন্দু অধিকারীর ‘কনভয়ে’ থাকা গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যুর ঘটনার তদন্তভার নিল সিআইডি। শনিবারই ঘটনাস্থল পরিদর্শন করে ফরেন্সিক টিম। এদিকে, রবিবার মৃতের পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেয় তৃণমূল।
গত বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ চণ্ডীপুরের কাছে শুভেন্দুর কনভয়ে থাকা গাড়ির ধাক্কায় শেখ ইসরাফিল নামে এক যুবকের মৃত্যু হয়। শুক্রবার সকালে ওই গাড়ির চালক আনন্দ পাণ্ডাকে গ্রেপ্তার করা হয়। শনিবারই জামিনে মুক্তি পান তিনি। এই ঘটনার প্রতিবাদে প্রথম থেকেই সরব তৃণমূল। মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন, চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী, তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য, বীরবাহা হাঁসদা, সায়ন্তিকা ভট্টাচার্য, তন্ময় ঘোষ, জয়া দত্ত, সুদীপ রাহা-সহ অন্যান্য প্রতিনিধিরা। নিহতের পরিবারকে সমবেদনা জানান তাঁরা। আশ্বাস মতো ৫ লক্ষ টাকার চেক নিহতের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
