শাহাজাদ হোসেন, ফরাক্কা: খেলার সময় তিন শিশুকে ক্যানালে ছুঁড়ে ফেলার অভিযোগ CISF জওয়ানের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত জওয়ানকে।
অন্যান্যদিনের মতোই রবিবার বিকেলে ফিডার ক্যানালের ধারে খেলছিল ৩ খুদে। সামশেরগঞ্জের বাগানবাড়ি এলাকার বাসিন্দা তারা। অভিযোগ, আচমকাই মণিপুরের বাসিন্দা থাং গুই নামে মদ্যপ এক সিআইএসএফ জওয়ান তিন খুদেকে তুলে ক্যানালে ছুঁড়ে ফেলে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এক খুদে নিজেই সাঁতরে উঠে আসে। তবে বাকি দু’জন উঠতে পারেনি। স্থানীয়রা তাদের উদ্ধার করে। এরপরই তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়ে। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
[আরও পড়ুন: অশান্তির মাঝে চারজনের উপর অ্যাসিড হামলা তরুণীর! তুমুল চাঞ্চল্য করণদিঘিতে]
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিশ। তিনশিশুকে ক্যানালে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ স্বীকার করে নেয় অভিযুক্ত CISF জওয়ান। অভিযুক্ত জওয়ান মদ্যপ ছিলেন বলেই দাবি স্থানীয়দের। সূত্রের খবর, মৃত জওয়ানের বাড়ি মণিপুরে। তিনি কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তবে কেন এ কাজ করলেন, তা এখনও স্পষ্ট নয়।
