নবেন্দু ঘোষ, বসিরহাট: সামান্য অশান্তির জেরে এবার রণক্ষেত্র চেহারা নিল হাসনাবাদ থানার হাটগাছাপুল এলাকা। জানা গিয়েছে, রাস্তায় বাতিস্তম্ভ বসানোকে কেন্দ্র করে এদিনের অশান্তির সূত্রপাত। দু’পক্ষের বচসা বিশাল আকার নিলে চলে গুলি। পরিস্থিতি আয়ত্তে আনতে নামানো হয় র়্যাফ। সূত্রের খবর, এদিনের ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ৫ জন।
জানা গিয়েছে, মঙ্গলবার বেলা ১১ টা নাগাদ হাসনাবাদ থানার ভবানীপুরের হাটগাছাপুল এলাকায় বাতিস্তম্ভ বসানো হচ্ছিল। সেই স্তম্ভ রাস্তার কোন পাশে বসবে তা নিয়েই ২ পরিবারের মধ্যে অশান্তি শুরু হয়। এরপরই একদল প্রতিপক্ষকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। বোমাবাজিও করা হয় বলে অভিযোগ। দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র চেহারা নেয় ওই এলাকা। গুলিবিদ্ধ হন ৫ জন। প্রাণ বাঁচাতে পালাতে শুরু করে স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে যায় হাসনাবাদ থানার পুলিশ বাহিনী।
অভিযোগ, হাসনাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁদের লক্ষ্য করেও গুলি-বোমাবাজি করা হয়। পরিস্থিতি আয়ত্তে আনতে নামানো হয় ব়্যাফ। দীর্ঘক্ষণ পর আয়ত্তে আসে পরিস্থিতি। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই গুলিবিদ্ধদের হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ।
[আরও পড়ুন: ‘কুকুরের মাংস খান শরীর ভাল থাকবে’, বিদ্বজ্জনদের আক্রমণ দিলীপ ঘোষের]
The post রাস্তায় বাতিস্তম্ভ বসানোকে কেন্দ্র করে রণক্ষেত্র হাসনাবাদ, গুলিবিদ্ধ ৫ appeared first on Sangbad Pratidin.
