shono
Advertisement
CM Mamata Banerjee

শঙ্খধ্বনি, আজানে উত্তরবঙ্গে নেতাজির জন্মমুহূর্ত পালনের আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামিকাল বেলা সওয়া ১২টা নাগাদ নেতাজির জন্মমুহূর্ত পালনের বার্তা।
Published By: Suhrid DasPosted: 03:21 PM Jan 22, 2025Updated: 05:28 PM Jan 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ম, বর্ণ নির্বিশেষে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মমুহূর্ত পালনের আহ্বান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উত্তরবঙ্গ সফরে আজ বুধবার আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই মঞ্চ থেকে এই বার্তা দিলেন। উত্তরবঙ্গে এবার নেতাজির জন্মদিন প্রতি ব্লকে পালনের কথাও বলেছেন তিনি।

Advertisement

আগামিকাল ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, এবার ১২৮ তম জন্মবার্ষিকী। বেলা ১২টা ১৫ মিনিটে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এবার সেই মুহূর্তকে উত্তরবঙ্গে স্মরণীয় করার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলাদের উলুধ্বনি, শঙ্খধ্বনি দেওয়ার অনুরোধ করেছেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী জানান, নেতাজির জন্মমুহূর্তকে উদযাপন করতে হবে উত্তরবঙ্গে। বাড়ির মহিলাদের কাছে তাঁর আবেদন, আগামিকাল বেলা সওয়া ১২টা নাগাদ শাঁখ বাজাতে হবে। উলুধ্বনিও দেওয়া যেতে পারে।

২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনকে 'দেশনায়ক দিবস' হিসেবে পালন করে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নিজে এই দিনে প্রতি বছর নেতাজিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। উত্তরবঙ্গ সফরে আগামিকালও মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারে থাকছেন। সেখানেই তিনি নেতাজিকে স্মরণ করবেন। এই দিনটি পালনে সব  সম্প্রদায়ের মানুষকেও এগিয়ে আসার বার্তা দিয়েছেন তিনি। মুসলমান সম্প্রদায়ের মানুষদের আজান দেওয়ার কথা বলেন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের এগিয়ে আসার বার্তা দিয়েছেন তিনি। সব সম্প্রদায়ের মানুষকে এবারও তিনি জন্মজয়ন্তী পালনের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। দেশ স্বাধীন করার কাজে নেতাজি উত্তরবঙ্গেও বিভিন্ন সময় কাটিয়েছেন। বহু গোপন বৈঠক করার খবরও পরে জানা যায়।

ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান অবিস্মরণীয়। নেতাজির জন্মদিনকে 'জাতীয় ছুটি' হিসেবে কেন্দ্রীয় সরকার ঘোষণা করুক। দীর্ঘ দিন এই দাবি করছেন মুখ্যমন্ত্রী। কিন্তু কেন্দ্রের তরফে এখনও সেই বিষয়ে কোনও পদক্ষেপ করা হয়নি। পশ্চিমবঙ্গ সরকারের তরফে প্রতি বছর এদিনকে স্মরণ করা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নেতাজির জন্মমুহূর্ত পালনের আহ্বান।
  • আজ বুধবার আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী।
  • সেখানেই মঞ্চ থেকে এই বার্তা দিলেন।
Advertisement