shono
Advertisement

‘জয় শ্রীরাম’ ধ্বনি শুনে গাড়ি থেকে নেমে পড়লেন মুখ্যমন্ত্রী, তারপর…

কী বললেন মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিও৷ The post ‘জয় শ্রীরাম’ ধ্বনি শুনে গাড়ি থেকে নেমে পড়লেন মুখ্যমন্ত্রী, তারপর… appeared first on Sangbad Pratidin.
Posted: 07:46 PM May 04, 2019Updated: 08:03 PM May 04, 2019

শ্রীকান্ত পাত্র, ঘাটাল: মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার সময় ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিলেন বেশ কয়েকজন যুবক৷ তা শুনেই গাড়ি থেকে নেমে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরিস্থিতি বেগতিক দেখেই ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় ওই যুবকেরা৷ রাজবল্লভপুরের এই ঘটনায় রীতিমতো স্তম্ভিত স্থানীয়রা৷ এখনও পর্যন্ত এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে৷

Advertisement

[ আরও পড়ুন: ভোটের দিন বেধড়ক মার, প্রাণ গেল তৃণমূল কাউন্সিলরের স্বামীর]

শনিবার দুপুরে খড়গপুর থেকে চন্দ্রকোণা টাউনের দিকে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর কনভয় রাধাবল্লভপুর দিয়ে যাচ্ছিল৷ রাজ্যের মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য রাস্তার দুপাশে বহু মানুষ ভিড় জমান৷ হাত নাড়িয়ে অভ্যর্থনাও জানাতে থাকেন সকলেই৷ এতক্ষণ পর্যন্ত সব ঠিকই ছিল৷ কিন্তু এরপরই বাধল গন্ডগোল৷ ভিড়ের মাঝে আচমকাই ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে শুরু করেন বেশ কয়েকজন যুবক৷ ওই যুবকরা গালিগালাজ করছিল বলেও অভিযোগ৷ গাড়ি করে যাওয়ার সময় সেই শব্দ পৌঁছায় মুখ্যমন্ত্রীর কানে৷ আচমকাই গাড়ি থেকে নেমে পড়েন তিনি৷ রাজ্যের প্রশাসনিক প্রধানকে গাড়ি থেকে নামতে দেখেই ওই যুবকেরা ঘটনাস্থল ছেড়ে পালানোর চেষ্টা করে৷ কিছু বলার আগেই কেন পালিয়ে যাচ্ছেন যুবকেরা, তা চিৎকার করে জিজ্ঞাসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ যদিও যুবকেরা সদুত্তর দিতে পারেনি৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে৷

[ আরও পড়ুন: ‘সংবাদমাধ্যমের কণ্ঠরোধ ভুল সিদ্ধান্ত ছিল’, বিস্ফোরক স্বীকারোক্তি সুব্রত মুখোপাধ্যায়ের]

নির্বাচনী উত্তাপের মাঝেই রাজ্যে মাথাচাড়া দিয়েছিল ফণীর কাঁটা৷ প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রকোপে বাংলায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কাও করা হচ্ছিল৷ প্রাকৃতিক বিপর্যয়ের কথা মাথায় রেখে শুক্রবার দলীয় কর্মসূচি বাতিল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে আবহবিদদের পূর্বাভাস এবং বাংলায় ফণীর গতিবিধির মধ্যে রয়েছে বিস্তর ফারাক৷ শক্তি হারিয়ে বাংলায় বিষদাঁত ফোটাতে পারেনি শক্তিশালী ঘূর্ণিঝড়৷ পরিবর্তে গতিপথ পরিবর্তন করে বাংলাদেশের দিকে চলে গিয়েছে ফণী৷ মেঘের চাদর সরিয়ে শনিবার সকালে মিলেছে রোদের দেখা৷ প্রাকৃতিক পরিস্থিতির উন্নতি হওয়ার পর আবার দলীয় প্রচারে মন দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শনিবার দুপুরে ঘাটাল লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় তারকা প্রার্থী দেবের সমর্থনে প্রচার সারেন তিনি৷

দেখুন ভিডিও:

ভিডিও: সুকান্ত চক্রবর্তী

The post ‘জয় শ্রীরাম’ ধ্বনি শুনে গাড়ি থেকে নেমে পড়লেন মুখ্যমন্ত্রী, তারপর… appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement