shono
Advertisement

সিপিএমকে সমর্থন না দিয়ে উপনির্বাচনে প্রার্থী দিল কংগ্রেস

কালীপুজোর ঠিক আগেই হল জোটের ‘সলিলসমাধি’! The post সিপিএমকে সমর্থন না দিয়ে উপনির্বাচনে প্রার্থী দিল কংগ্রেস appeared first on Sangbad Pratidin.
Posted: 05:01 PM Oct 28, 2016Updated: 11:31 AM Oct 28, 2016

স্টাফ রিপোর্টার: প্রদেশ কংগ্রেস সিপিএমের সঙ্গ ছাড়ার সিদ্ধান্ত আগেই নিয়েছে৷ এবার তাতে অনুমোদন দিল সর্বভারতীয় কংগ্রেস কমিটি৷ উপনির্বাচনে কোনও অবস্থায় সিপিএমকে সমর্থন না করে প্রার্থী তালিকা ঘোষণাও করে দেওয়া হল৷

Advertisement

কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছাড়ার সিদ্ধান্ত আগেই নিয়েছে সিপিএম৷ দলের মিটিং, মিছিল, সভায় আর কংগ্রেসকে ডাকে না বামেরা৷ এমনকী, আসন্ন তিন উপনির্বাচনে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এককভাবে প্রার্থী তালিকা ঘোষণা করে দেয় বামফ্রণ্ট৷ প্রথমে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি বামেদের প্রার্থীকে সমর্থনের ইঙ্গিত দিলেও পরে তা থেকে সরে আসেন৷ বামেদের কাছ থেকে সাড়া না পেয়ে রাজ্য কংগ্রেসও প্রার্থী দেবে বলে সিদ্ধান্ত নেয়৷ সোমবার প্রদেশ কংগ্রেসের নির্বাচন কমিটির বৈঠকে তা পাসও হয়৷ চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয় হাইকমান্ডের কাছে৷ বৃহস্পতিবার এআইসিসি উপনির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে দেয়৷

আগামী ১৯ নভেম্বর তমলুক ও কোচবিহার লোকসভা এবং মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে৷ তিন আসনে কংগ্রেসের প্রার্থী পার্থ বটব্যাল (তমলুক), পার্থপ্রতিম ইসরো (কোচবিহার) ও বাবুল আহমেদ শেখ (মন্তেশ্বর)৷ ত্রিপুরার দু’টি আসনেও প্রার্থীদের নাম এদিন ঘোষণা করে এআইসিসি৷ ত্রিপুরার খোয়াইতে প্রার্থী প্রণব বিশ্বাস ও বড়জোলায় প্রার্থী রাজেন্দ্রকুমার দাস৷

রাজ্যে সিপিএমের সঙ্গে না গিয়ে এককভাবে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে বিরোধী দলনেতা আবদুল মান্নানের যুক্তি, “কংগ্রেস সর্বভারতীয় দল৷ ফলে যে কোনও নির্বাচনে প্রার্থী দেবে, এটাই স্বাভাবিক৷ আর বিধানসভা নির্বাচনে সিপিএমের সঙ্গে আসন সমঝোতা হয়েছিল৷ উপনির্বাচনে তা হয়নি৷” প্রার্থী দেওয়ার মধ্যে দিয়ে এটা স্পষ্ট হয়ে গেল, সিপিএমের সঙ্গে আর হাত মেলাতে রাজি নয় রাজ্য থেকে দিল্লির কংগ্রেস নেতারা৷ অর্থাৎ কালীপুজোর ঠিক দু’দিন আগেই হল জোটের ‘সলিলসমাধি’৷ তবে প্রশ্নের বিষয়, কংগ্রেস কোন ইস্যুকে সামনে রেখে উপনির্বাচনে লড়াই করবে৷ ৩৪ বছরের বাম শাসনকে কি উহ্য রাখতে পারবেন কংগ্রেস নেতারা? এ প্রসঙ্গে মান্নানের বক্তব্য, “স্বাধীনতার পর থেকে কংগ্রেসের সরকার যেভাবে দেশ ও রাজ্যের উন্নয়ন করেছে, সেটাই প্রচারে তুলে ধরা হবে৷”

The post সিপিএমকে সমর্থন না দিয়ে উপনির্বাচনে প্রার্থী দিল কংগ্রেস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement