shono
Advertisement
ISL

পাশ হল না ক্লাবগুলির প্রস্তাব, আইএসএলের ভবিষ্যৎ ঠিক করতে নয়া কমিটি ফেডারেশনের

দেশের শীর্ষ লিগ আদৌ হবে তো?
Published By: Subhajit MandalPosted: 05:56 PM Dec 20, 2025Updated: 06:20 PM Dec 20, 2025

দুলাল দে: ক্লাবগুলির তরফে চাঁদা তুলে আইএসএল করার প্রস্তাব পাশ হল না ফেডারেশনের বৈঠকে। ওই প্রস্তাব সংবিধান বিরোধী বলে আপত্তি ওঠায় তাতে সিলমোহর পড়ল না। বদলে আইএসএলের ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য বাংলা-গোয়া-কেরল তিন রাজ‍্যর সভাপতি-সচিবদের নিয়ে কমিটি গড়ার সিদ্ধান্ত নিল ফেডারেশন।

Advertisement

আইএসএল জট কাটাতে বৃহস্পতিবারের বৈঠকে ক্লাবগুলির কাছে সমাধান চেয়েছিল ক্রীড়া মন্ত্রক। শুক্রবারই ক্লাব জোটের তরফে একটি প্রস্তাব দেওয়া হয় ফেডারেশনকে। লিগ পরিচালনার পূর্ণ স্বত্ব এবং মালিকানা চেয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে প্রস্তাব পেশ করে ১২টি ক্লাবের সম্মিলিত জোট। প্রতিটি ক্লাবের তরফে বার্ষিক ১০ কোটি টাকা ফেডারেশনকে দিয়ে আইএসএল আয়োজন করতে চেয়েছিল ক্লাবগুলি। ইস্টবেঙ্গল বাদে আইএসএলের সব ক্লাবই ওই প্রস্তাবে সই করে। ক্লাবগুলি জানায়, লিগ পরিচালনার পূর্ণ স্বত্ব তাঁদের হাতে থাকবে। সেখানে তারা এআইএফএফ-কে কেবল নিয়ন্ত্রক হিসাবে চায়।

শনিবার ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় এই প্রস্তাব উঠতেই আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলে দেন, এভাবে লিগের স্বত্ত্ব ক্লাবের হাতে তুলে দেওয়া যায় না। এই প্রস্তাব সংবিধান বিরোধী। এমন কোনও প্রস্তাব আনা হোক যাতে সংবিধান মেনে লিগ আয়োজন করা যায়। তাতে মোহনবাগানের প্রতিনিধি বিনয় চোপড়া বলেন, "আমরা লিগ দখল করতে আসিনি। আইএসএল করার জন্য কেউ আগ্রহ দেখাচ্ছিল না, তাই এই প্রস্তাব দেওয়া হয়েছিল। ফেডারেশন তাহলে বিকল্প ব্যবস্থা করুক।"

বিনয়ের ওই যুক্তির পরও ফেডারেশনের তরফে ক্লাবগুলির প্রস্তাব খারিজ করা হয়। বদলে আইএসএলের রূপরেখা তৈরির জন্য বাংলা-গোয়া-কেরল তিন রাজ‍্যর সভাপতি-সচিবদের নিয়ে কমিটি গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে ওই কমিটি নিজেদের মধ্যে আলোচনা করে আইএসএলের ভবিষ্যৎ জানাবে। যা পরিস্থিতি তাতে দেশের শীর্ষ লিগ নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ক্লাবগুলির তরফে চাঁদা তুলে আইএসএল করার প্রস্তাব পাশ হল না ফেডারেশনের বৈঠকে।
  • ওই প্রস্তাব সংবিধান বিরোধী বলে আপত্তি ওঠায় তাতে সিলমোহর পড়ল না।
  • বদলে আইএসএলের ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য বাংলা-গোয়া-কেরল তিন রাজ‍্যর সভাপতি-সচিবদের নিয়ে কমিটি গড়ার সিদ্ধান্ত নিল ফেডারেশন।
Advertisement